#নয়াদিল্লি: কর্মচারী রাজ্য বিমা নিগম (ESIC) ডিসেম্বর ২০১৯ এ সংগঠিত ক্ষেত্রে কতজন চাকরি পেয়েছে তার রিপোর্ট প্রকাশ করেছে ৷ এই রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর ২০১৯ প্রায় ১২.৬৭ লক্ষ নতুন চাকরি তৈরি হয়েছে ৷ তার আগের মাসে ১৪.৫৯ চাকরির সুযোগ তৈরি হয়েছে ৷ NSO রিপোর্ট অনুযায়ী, আর্থিক বছর ২০১৮-১৯ ESIC এ ১.৪৯ কোটি নতুন কর্মচারী/শ্রমিকের নাম রেজিষ্টার করা হয়েছে ৷ রিপোর্টে এটাও বলা হয়েছে যে সেপ্টেম্বর ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত প্রায় ৩.৫০ কোটি জন ESIC যোজনায় সামিল হয়েছেন ৷
NSO রিপোর্ট, ESIC, EPFO, PFRDA এর নতুন সদস্যের পেরোল ডেটার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে ৷ এপ্রিল ২০১৮ এই তিন সংস্থার নতুন সদস্যের লিস্টের উপর নির্ভর করে নতুন চাকরির রিপোর্ট তৈরি করা হয়েছে ৷
রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত EPFO যোজনায় প্রায় ৩.১২ কোটি নতুন সদস্য সামিল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job opportunity, New Jobs, Recruitment