Home /News /business /
NBDA: সংবাদ পরিবেশনেও ডিজিটাল মাধ্যমই ভবিষ্যৎ, এনবিএ-এর নাম বদল হল এনবিডিএ

NBDA: সংবাদ পরিবেশনেও ডিজিটাল মাধ্যমই ভবিষ্যৎ, এনবিএ-এর নাম বদল হল এনবিডিএ

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

ভারতের অগ্রণী সংবাদ চ্যানেলগুলির অধিকাংশ এনবিএ-র সদস্য৷ দেশের নিউজ চ্যানেলগুলির মোট দর্শকের আশি শতাংশের উপরেই দখল রয়েছে এনবিএর (NBDA)৷

 • Share this:

  সংবাদ পরিবেশনে টেলিভিশনের মতোই অগ্রণী ভূমিকা নিচ্ছে ডিজিটাল মাধ্যমও৷ তাই সময়ের দাবি মেনে বদলাচ্ছে ভারতের সংবাদ সম্প্রচারকারী সংস্থাগুলির সর্ববৃহৎ সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের নামও৷ এবার থেকে সংগঠনের নতুন নাম হবে নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন (এনবিডিএ)৷

  ভারতের অগ্রণী সংবাদ চ্যানেলগুলির অধিকাংশ এনবিএ-র সদস্য৷ দেশের নিউজ চ্যানেলগুলির মোট দর্শকের আশি শতাংশের উপরেই দখল রয়েছে এনবিএ-র৷ প্রযুক্তির সাহায্যে এখন ডিজিটাল মাধ্যমে খবর পাওয়ার একাধিক বিকল্প রয়েছে দর্শকের সামনে৷ ডিজিটাল মাধ্যমই যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও ভবিষ্যতে পথ দেখাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ সেই কারণেই এনবিএ-র পরিচালনমণ্ডলী নিজেদের সংগঠনের নাম বদলে এনবিডিএ করার সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশনকারী একাধিক সংস্থাও এখন এনবিএ-র সদস্য৷

  এ প্রসঙ্গে এনবিএ-র সভাপতি রজত শর্মা বলেন, 'ডিজিটাল মাধ্যমে খবর পরিবেশনকারীদেরও নিজেদের সদস্য হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এনবিএ৷ এই নতুন পর্যায়ে এনবিএ-এর নাম বদলে এনবিডিএ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমার দৃঢ় বিশ্বাস, ডিজিটাল মাধ্যম এবং টেলিভিশনে সংবাদ সম্প্রচারকারীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এনবিডিএ৷ বাণিজ্যিক এবং নিয়ম সংক্রান্ত জটিলতায় পাশে দাঁড়ানো ছাড়াও সংবিধান প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও এনবিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷'

  ১৪ বছর আগে এনবিএ নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথোরিটি গঠন করেছিল৷ যে কোনও অভিযোগ খতিয়ে দেখা এবং পদক্ষেপ গ্রহণের জন্য এনবিএসএ-এর শীর্ষ পদে রয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি এবং বিখ্যাত ব্যক্তিত্ব৷ যারা সংবাদ সম্প্রচারকারীদের মানোন্নয়নে ধারাবাহিক ভাবে চেষ্টা করে যান৷ এনবিডিএ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে এনবিএসএ-এর নামও পরিবর্তন করে এনবিডিএসএ করা হল৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর