হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
চাকরির পাশাপাশি ব্যবসা করে বড়লোক হতে চান? রইল দুর্দান্ত কিছু ব্যবসার আইডিয়া

New Business Idea: চাকরির পাশাপাশি ব্যবসা করে বড়লোক হতে চান? রইল দুর্দান্ত কিছু ব্যবসার আইডিয়া

রইল দুর্দান্ত কিছু ব্যবসার আইডিয়া

রইল দুর্দান্ত কিছু ব্যবসার আইডিয়া

New Business Idea: ছোটখাটো এমন ব্যবসা করা যেতে পারে, যা প্রচুর লাভের মুখ দেখাতে পারে

  • Share this:

নিউ দিল্লি: একটু বেশি আয়ের মুখ দেখার আশায় অনেকেই চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান। কিন্তু মূল বাধা হয়ে দাঁড়ায় সময়। কারণ চাকরির ক্ষেত্রে সারা দিন খাটাখাটুনির পরে আর সময় মেলে না। সেই সঙ্গে কী ব্যবসা করা যায়, সেটাও ঠিক করতে পারেন না। তবে সময় আর আইডিয়া – এই দুই বের করে দিতে পারি আমরা।

কী রকম? এই যেমন সপ্তাহের ৫ দিনই অফিস। সারা দিন হাড়ভাঙা খাটুনির পরে আর অন্য দিকে মাথা দিতে ইচ্ছে করবে না, এটাই স্বাভাবিক। তাই বেছে নিতে হবে ছুটির দিনগুলি অর্থাৎ সপ্তাহান্তের দিনগুলিকে। সেই শনি এবং রবিবার কিন্তু ছোটখাটো এমন ব্যবসা করা যেতে পারে, যা প্রচুর লাভের মুখ দেখাতে পারে। তাহলে সেই সব ব্যবসার আইডিয়াগুলি দেখে নেওয়া যাক।

রিয়েল এস্টেট পরিষেবা: যাঁরা নিজেদের বাড়ি অথবা অফিস নির্মাণ করতে চান, তাঁরা সাধারণত রিয়েল এস্টেট এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে থাকেন। এই রিয়েল এস্টেট এজেন্টরাই মূলত কী ধরনের জমি নেওয়া উচিত এবং অফিস ও বাড়ির জন্য কোন বিষয়গুলি করা উচিত, সেই সব নিয়েই পরামর্শ দিয়ে থাকেন রিয়েল এস্টেট এজেন্টরা। এর পরিবর্তে এই ধরনের এজেন্টরা কমিশন পেয়ে থাকেন। তবে এর জন্য ব্যবসাটা ভাল ভাবে বোঝা জরুরি। সপ্তাহান্তে সহজেই করা যাবে আর আয়ও হবে ভাল।

 

সোশ্যাল মিডিয়া এক্সপার্ট: এই ব্যবসা করার জন্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভাল জ্ঞান থাকা জরুরি। বহু সংস্থাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পণ্যের ডিজিটাল মার্কেটিং করার জন্য এমন এক্সপার্ট নিয়োগ করে থাকে। সপ্তাহান্তে খুব সহজেই এই ব্যবসা ভাল বিকল্প। এতে দুর্দান্ত আয় হবে।

গার্ডেনিং বা বাগান তৈরি: প্রকৃতিপ্রেমী হলে তো কথাই নেই। আর সপ্তাহান্তে এই ব্যবসা করলে নিজের শখ তো পূরণ হবেই এবং আয়ের পথও প্রশস্ত হবে। এর জন্য বিভিন্ন ধরনের গাছ এবং আকর্ষণীয় ফুল কিংবা ফুলের গাছ তৈরি করতে হবে। গ্রাহকের পছন্দ অনুযায়ী গাছ বানিয়ে বিক্রি করা যেতে পারে। বাগানের গাছ এবং ফুল বিক্রি করে ভাল মুনাফা করা সম্ভব। এর জন্য একটা দোকানও খোলা যেতে পারে।

গ্রাফিক ডিজাইনিং: গ্রাফিক ডিজাইনিং জানলে তো কথাই নেই। সপ্তাহান্তে গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবসা শুরু করা যেতে পারে। কারণ এই কাজের চাহিদা এখন প্রচুর। বহু সংস্থাই বিভিন্ন ধরনের পণ্য বানায়, এর জন্য চাই ডিজাইন করা লেবেল। তা তৈরির জন্য সংস্থাগুলি গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে। এতে ভাল উপার্জন হয়।

আরও পড়ুন,  মিনিটে মিনিটে শক্তি বাড়াচ্ছে ‘মোকা’! কোথায় করছে ল্যান্ডফল, বাংলায় কতটা প্রভাব

আরও পড়ুন, প্রাথমিকে একসঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ইলেকট্রনিক সামগ্রী মেরামত: আধুনিক সময়ে প্রযুক্তির উন্নতির ফলে ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহারও বেড়েছে। ফলে সপ্তাহান্তে এই সমস্ত গ্যাজেট সারানোর ব্যবসা করে ভাল আয় করা যেতে পারে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Business idea