• Home
  • »
  • News
  • »
  • business
  • »
  • দেশের বাজারে লঞ্চ করল Bajaj Platina 100 KS, দাম মাত্র ৫১,৬৬৭ টাকা; জানুন বিশদে!

দেশের বাজারে লঞ্চ করল Bajaj Platina 100 KS, দাম মাত্র ৫১,৬৬৭ টাকা; জানুন বিশদে!

নতুন এই Platina 100KS-এর দাম শুরু হচ্ছে ৫১,৬৬৭ টাকা থেকে। এ ক্ষেত্রে Platina ES Drum ভ্যারিয়েন্ট থেকে প্রায় ৮০০০ টাকা কম নতুন Platina 100KS বাইকের দাম।

নতুন এই Platina 100KS-এর দাম শুরু হচ্ছে ৫১,৬৬৭ টাকা থেকে। এ ক্ষেত্রে Platina ES Drum ভ্যারিয়েন্ট থেকে প্রায় ৮০০০ টাকা কম নতুন Platina 100KS বাইকের দাম।

নতুন এই Platina 100KS-এর দাম শুরু হচ্ছে ৫১,৬৬৭ টাকা থেকে। এ ক্ষেত্রে Platina ES Drum ভ্যারিয়েন্ট থেকে প্রায় ৮০০০ টাকা কম নতুন Platina 100KS বাইকের দাম।

  • Share this:

#নয়াদিল্লি: বাইক-প্রেমীদের জন্য সুখবর। এ বার দেশের বাজারে এল Bajaj Platina 100 KS। কর্মক্ষম ইঞ্জিন ও আকর্ষণীয় লুকে বাইকটি (Bike) ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। এ ক্ষেত্রে নতুন Bajaj Platina 100 KS-এর দাম শুরু হচ্ছে ৫১,৬৬৭ টাকা থেকে। এ বার জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

মোটরসাইকেল-প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের সমস্ত Bajaj অটো ডিলারশিপের কাছেই মোট দু'টি অর্থাৎ ককটেল ওয়াইন রেড ও ইবনি ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাচ্ছে বাইকটি। নতুন এই Platina 100KS-এর দাম শুরু হচ্ছে ৫১,৬৬৭ টাকা থেকে। এ ক্ষেত্রে Platina ES Drum ভ্যারিয়েন্ট থেকে প্রায় ৮০০০ টাকা কম নতুন Platina 100KS বাইকের দাম। মোটরসাইকেলের (Motorcycle) ইঞ্জিনও যথাযথ। কারণ এই Platina 100KS-এ থাকছে ১০২ cc টু-ভালভ সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এটি ৭,৫০০ rpm হারে ৭.৯ hp পর্যন্ত এবং ৫,৫০০ rpm হারে ৮.৩ nm টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। ইঞ্জিনের সঙ্গে থাকছে ফোর স্পিড গিয়ারবক্স।

ডিজাইনের দিক থেকেও বেশ আকর্ষণীয় Platina 100KS। এ ক্ষেত্রে মোটরসাইকেলে থাকছে স্প্রিং অন স্প্রিং নাইট্রক্স সাসপেনশন, টিউবলেস টায়ার। এর হ্যান্ড গার্ডও বেশ ভালো। ভিন্ন লুকে তৈরি এই হ্যান্ড গার্ডের জন্যই আলাদা মাত্রা পেয়েছে বাইকটি। গাড়িতে ২০ শতাংশ দীর্ঘ ফ্রন্ট ও রেয়ার সাসপেনশন থাকছে। থাকছে কুইলটেড সিট। এর পাশাপাশি LED DRL হেডল্যাম্প, প্রোটেকটিভ ট্যাঙ্ক প্যাডও রয়েছে। তবে নজর কাড়বে নতুন ভাবে ডিজাইন করা ইন্ডিকেটর ও আয়না। বাইকের বিস্তৃত রবার ফুট প্যাডও বেশ ভালো।

লঞ্চ প্রসঙ্গে Bajaj Auto Ltd-এর হেড অফ মার্কেটিং নারায়ণ সুন্দররমন (Narayan Sundararaman) জানিয়েছেন, ক্রেতাদের কাছে Platina ব্র্যান্ডের একটি আলাদা ছবি রয়েছে। কমিউটার সেগমেন্টে আরাম ও গতি উভয় ক্ষেত্রেই এই ব্র্যান্ডের মোটরসাইকেলের জনপ্রিয়তা রয়েছে। গত কয়েক বছরের বিক্রির রিপোর্টও একই কথা বলছে। এ ক্ষেত্রে গত ১৫ বছরে Platina রেঞ্জে ৭২ লক্ষের বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে। সেই সূত্রে নতুন Platina 100KS-ও কাঙ্ক্ষিত সাফল্য পাবে বলে আশা করা যায়। দুর্দান্ত মাইলেজের এই বাইক দেশের বাজারে ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হবে বলেই আশা করা হচ্ছে।

Published by:Simli Raha
First published: