#নয়াদিল্লি: করোনা সঙ্কের মধ্যে গ্রাহকদের জন্য একাধিক নতুন পরিষেবা নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ গ্রাহকদের সুবিধার্থে এবার এসবিআই চালু করল নতুন এটিএম পরিষেবা ৷ আপনাকে এসবিআই-কে হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল করতে হবে ৷ এরপর একটি মোবাইল এটিএম আপনার দেওয়ার লোকেশনে পৌঁছে যাবে ৷ ডোরস্টেপ এটিএম পরিষেবা নাম দেওয়া হয়েছে ৷ করোনা ভাইরাস থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷
স্টেট ব্যাঙ্কের লখনউ সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার অজয় কুমার খান্না জানিয়েছেন, এসবিআই ডোরস্টেপ এটিএম সার্ভিস লখনউতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, ১৫ অগাস্ট থেকে এই পরিষেবা চালু করা হয়েছে ৷ গ্রাহকদের কেবল মেসেজ বা কল করতে হবে ৷ এরপর বাকি সমস্ত দায়িত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের ৷
এসবিআই এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল করেছে যা পয়লা জুলাই ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ স্টেট ব্যাঙ্কে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক মেট্রো শহরের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের মাসে ৮টি লেনদেন বিনামূল্যে করতে পারেন ৷ এর মধ্যে ৫টি লেনদেন এসবিআই এটিএম ও ৩টি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে করা যেতে পারে ৷ নন- মেট্রো সিটিতে ১০টি লেনদেন বিনামূল্যে করা যাবে ৷ এর মধ্যে ৫টি স্টেট ব্যাঙ্কের এটিএম ও ৫টি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে লেনদেন করা যেতে পারে ৷
This Independence Day @TheOfficialSBI for the Lucknowites has introduced the facility of Mobile ATM at their doorstep. Just dial or WhatsApp to let us know and we will do the rest.#SafeBanking Proud partners with @radiocityindia pic.twitter.com/puQgjIfjXr
— Ajay Kumar Khanna (@AjayKhannaSBI) August 17, 2020
ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবায় ব্যাঙ্ক আপনার বাড়িতে ক্যাশ পৌঁছনোর পাশাপাশি ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, ফর্ম -15H পিকআপ, ড্রাফ্টের ডেলিভারি-সহ একাধিক পরিষেবা সামিল রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Bank Of India