হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
১৫ অগাস্ট Health ID Card নিয়ে বড় ঘোষণা করতে পারেন মোদি

১৫ অগাস্ট Health ID Card নিয়ে বড় ঘোষণা করতে পারেন মোদি

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার ১৫ অগাস্ট রাষ্ট্রীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা করতে পারেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি One Nation One Ration Card-এর মতো One Nation one Health Card নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার ১৫ অগাস্ট রাষ্ট্রীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা করতে পারেন ৷

এই স্কিমে দেশের সমস্ত নাগরিকের হেলথের ডেটা একটি প্ল্যাটফর্মে থাকবে ৷ আধার কার্ডের মতো সকলের হেলথ আইডি কার্ড তৈরি করা হবে ৷ ডেটায় চিকিৎসকের ডিটেলসের পাশাপাশি গোটা দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে ৷

সরকারের এই স্কিমে প্রত্যেক নাগরিককে একটি হেলথ কার্ড তৈরি করতে হবে ৷ এর মাধ্যমে হওয়া সমস্ত চিকিৎসা, শারীরিক পরীক্ষার তথ্য কার্ডে ডিজিটালি সেভ করা থাকবে ৷ এর রেকর্ড থাকবে ৷

এর সুবিধা হচ্ছে দেশের যে কোনও হাসপাতাল বা চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গেলে আগে চিকিৎসার তথ্য বা পরীক্ষার রিপোর্ট নিয়ে যেতে হবে না ৷ চিকিৎসকেরা যেখান থেকে ইচ্ছে আপনার ইউনিক আইডি-র মাধ্যমে সমস্ত মেডিকেল রেকর্ড দেখতে পারবেন ৷

রেকর্ডের জন্য ক্লিনিক, হাসপাতাল ও চিকিৎসকেরা একটি সেন্ট্রাল সার্ভারের সঙ্গে লিঙ্ক থাকবে ৷ তবে এটা সম্পূর্ণ নাগরিকদের ইচ্ছের উপর নির্ভর যে তারা এই স্কিমের সঙ্গে যুক্ত হতে চান কি না ৷ প্রত্যেক নাগরিককে একটি ইউনিক আইডি দেওয়া হবে যার মাধ্যমে তারা লগইন করতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Health ID Card, Narendra Modi