হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এলআইসি-তে চিনা বিনিয়োগে নয়, শেয়ার বিক্রি করলেও সতর্ক মোদি সরকার

Central Government to stop Chinese investment in LIC: এলআইসি-তে চিনা বিনিয়োগে নয়, শেয়ার বিক্রি করলেও সতর্ক মোদি সরকার

এলআইসি-তে চিনা বিনিয়োগে আপত্তি কেন্দ্রের৷

এলআইসি-তে চিনা বিনিয়োগে আপত্তি কেন্দ্রের৷

লাদাখে চিনের সঙ্গে সংঘাতের আবহাওয়া কমলেও এখনও দুই দেশের সম্পর্ক মসৃণ নয়৷ সেই কারণেই কোনও ভাবে এলআইসি-র রাশ চিনা নিয়ন্ত্রকদের হাতে দিতে নারাজ কেন্দ্র (Central Government to stop Chinese investment in LIC)৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: চিনা কোনও বিনিয়োগকারী এলআইসি-র (LIC) শেয়ার কিনতে চাইলে বাধা দেবে কেন্দ্রীয় সরকার৷ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটির শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷ কিন্তু এলআইসি-র অংশীদারিত্ব (LIC IPO) যাতে কোনও ভাবে চিনা বিনিয়োগকারীদের হাতে না যায়, একই সঙ্গে সেটাও নিশ্চিত করতে চাইছে কেন্দ্র (Chinese investment in LIC)৷ কেন্দ্রীয় সরকারের চার সিনিয়র অফিসার এবং ব্যাঙ্কের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স৷

লাদাখে চিনের (China) সঙ্গে সংঘাতের আবহাওয়া কমলেও এখনও দুই দেশের সম্পর্ক মসৃণ নয়৷ সেই কারণেই কোনও ভাবে এলআইসি-র রাশ চিনা নিয়ন্ত্রকদের হাতে দিতে নারাজ কেন্দ্র৷

কেন্দ্রীয় সরকারের কাছে এলআইসি (LIC) অন্যতম লাভজনক সম্পদ৷ দেশের বিমা ক্ষেত্রের ৬০ শতাংশেরও বেশি বাজার এলআইসি-র দখলে৷ এলআইসি-র হাতে থাকা সম্পদের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি৷

আরও পড়ুন: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...

এলআইসি-র অংশীদারিত্ব (LIC Share) কিনতে বিদেশি বিনিয়োগকারীদের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ এলআইসি-র মালিকানা বাজারে ছাড়লে ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে তা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলেও আশা করা হচ্ছে৷ মনে করা হচ্ছে, এলআইসি-র শেয়ারের বাজারমূল্য ১২.২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে৷ তবে কোনও ভাবেই চিনা বিনিয়োগকারীদের হাতে এলআইসি-র মালিকানার অংশ তুলে দিতে চায় মোদি সরকার৷

গত বছরের মাঝামাঝি সময়ে লাদাখে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর থেকেই ভারতীয় বাজারে চিনা নিয়ন্ত্রণ কমানোর পথে হেঁটেছে নয়াদিল্লি৷ সংবেদনশীল ক্ষেত্র এবং সংস্থাগুলিতে চিনা বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ একই সঙ্গে বিভিন্ন চিনা মোবাইল অ্যাপেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ চিনা পণ্য আমদানির ক্ষেত্রেও বাড়তি নজরদারি চালাচ্ছে কেন্দ্র৷

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, লাদাখের ঘটনার পর চিনের প্রতি ভারত সরকারের অবিশ্বাস আরও বেড়েছে৷ তবে এলআইসি-তে চিনা বিনিয়োগের পথ কীভাবে বন্ধ করা হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে বলেই দাবি করেছেন ওই শীর্ষ কর্তা৷ তিনি স্পষ্ট করে দিয়েছেন, এলআইসি-র মতো সংস্থায় চিনা বিনিয়োগ হলে তা যথেষ্ট ঝুঁকির কারণ হতে পারে৷

রয়টার্সের তরফে এ বিষয়ে প্রশ্ন করা হলেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা এলআইসি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ একই ভাবে চিনের বিদেশ এবং বাণিজ্য মন্ত্রকও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি৷

বাজেট ঘাটতি মেটাতে এলআইসি-র পাঁচ থেকে দশ শতাংশ শেয়ার বিক্রি করে চলতি আর্থিক বছরের মধ্যেই বাজার থেকে অন্তত ৫০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷ যদিও একবারে নাকি দুই ধাপে এই শেয়ার বিক্রি করা হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: China, LIC