#মুম্বই: এক মাসে তৃতীয় লগ্নি টানল রিলায়েন্স রিটেল ৷ মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক রিলায়েন্স রিটেলে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ করোনা পরিস্থিতিতে অর্থনীতি যখন মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত, তখন একের পর এক বিনিয়োগ টেনে চমকে দিয়েছে রিলায়েন্স ৷ জিও প্ল্যাটফর্মের পর এবার রিলায়েন্স রিটেলে আসছে একের পর এক বিনিয়োগ ৷
General Atlantic-Reliance Retail deal ঘোষণার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘জেনারেল অ্যাটলান্টিক-এর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুশি ৷ ভারতীয় রিটেল ব্যবসার আমুল পরিবর্তনের পথে আমরা একসঙ্গে কাজ করব, যেখানে ক্রেতা বিক্রেতা দুজনেই লাভবান হবেন ৷’
এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স রিটেলে বিনিয়োগ সংক্রান্ত কিছু তথ্য,
১৯৮০ সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক বিশ্বের প্রথম সারির ইক্যুয়িটি ফার্ম, যারা সম্ভাবনাময় কোম্পানিতে বিনিয়োগের পাশাপাশি স্ট্র্যাটেজিক সাপোর্টও দেয় ৷ ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই সংস্থার কাছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার মূল্যের অ্যাসেট রয়েছে ৷ নিউইয়র্ক, আমস্টারডাম, বেজিং, গ্রিনউইচ, হংকং, জার্কাতা, লন্ডন, মেক্সিকো সিটি, মুম্বই, মিউনিখ, সাও পাওলো-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ১৫০টি সংস্থায় বিনিয়োগ করেছে জেনারেল অ্যাটলান্টিক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Retail