#মুম্বই: মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে গিয়েছেন আগেই৷ এবার মোট সম্পত্তির নিরিখে গুগল-এর কর্ণধার সের্গেই ব্রিন ও ল্যারি পেজকেও ছাড়িয়ে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি৷ তিনি এখন বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি৷
মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বর্তমানে ৭ হাজার ২৪০ কোটি মার্কিন ডলার৷ ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স অনুযায়ী, সোমবার রিলায়েন্সের শেয়ারদর ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় একলাফে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি মার্কিন ডলার বেড়ে যায়৷
৬৩ বছর বয়সি মুকেশ আম্বানি গত শনিবারই ধনকুবের ওয়ারেন বাফেটকে ছাপিয়ে অষ্টম ধনীতম ব্যক্তি হয়ে যান৷ দুদিনের মাথাতেই আরও সম্পত্তি বাড়িয়ে বিশ্বের ষষ্ঠতম ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান৷ এবং তিনি একমাত্র এশিয়ান, যিনি বিশ্বের প্রথম ১০ ধনীতম ব্যক্তির মধ্যে রয়েছেন৷
সম্প্রতি জিও প্ল্যাটফর্মে ৭৩০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা কোয়ালকম ভেঞ্চার্স৷ গত এপ্রিল থেকে জিও-তে একের পর এক বিদেশি বিনিয়োগ আসছে৷ কোয়ালকম ১৩তম বিনিয়োগকারী৷
শেয়ার রাইটস ইস্যু ও একের পর এক বিদেশি বিনিয়োগের ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন সম্পূর্ণ ঋণমুক্ত একটি সংস্থা৷ মুকেশ আম্বানির টার্গেট ছিল ২০২১ সালের মার্চের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঋণমুক্ত হয়ে যাবে৷ তার অনেক আগেই সংস্থার সব ঋণ শেষ৷ তার জেরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর উপর আরও আস্থাও বেড়ে গিয়েছে শেয়ার লগ্নিকারীদের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukesh Ambani, Mukesh Ambani Net Worth, Reliance Industries