#মুম্বাই: গুগলের সঙ্গে জোট বেঁধে এবার বাজারে জিও ফোন নেক্সট নিয়ে আসছে রিলায়েন্স জিও৷ এ দিন রিলায়েন্স-এর চুয়াল্লিশ তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণাই করলেন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি৷ চলতি বছরেই বাজারে আসবে জিও ফোনের এই নতুন সংস্করণ৷ ভারতে ৫জি প্রযুক্তি নিয়েও একসঙ্গে কাজ করবে রিলায়েন্স এবং গুগল৷
৪ জি প্রযুক্তির জিও ফোন নেক্সট গুগল অ্যান্ড্রয়েড-এর সর্বাধুনিক ভার্সন থাকবে৷ গণেশ চতুর্থীর দিন আগামী ১০ সেপ্টেম্বর বাজারে আসবে জিও ফোন নেক্সট৷
জিও ফোন নেক্সট-এর বাজারে আসার ঘোষণা করে মুকেশ আম্বানি বলেন, 'জিও ফোন নেক্সট-এ স্মার্টফোনের সমস্ত সুযোগ সুবিধা থাকবে৷ গুগল এবং জিও-র সমস্ত অ্যাপ্লিকেশন এই ফোনে কাজ করবে৷ প্লে স্টোর-এর মাধ্যমে পৃথিবীর সমস্ত অ্যাপ ব্যবহার করা যাবে এই ফোন থেকে৷ ' মুকেশ আম্বানি আরও দাবি করেছেন, গোটা বিশ্বের সবথেকে সস্তার স্মার্টফোন হতে চলেছে জিও ফোন নেক্সট৷
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে জিও ফোন নেক্সট-এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিয়েলিটি ফিল্টার সহ স্মার্ট ক্যামেরা, ভাষা অনুবাদের মতো বিভিন্ন সুবিধে থাকছে৷
জিও ফোন নেক্সট-এর সম্পর্কে বলতে গিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, 'আমাদের টিম জিও ফোন নেক্সট-এর জন্য একটি বিশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে৷ এই ফোনের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের সমস্ত আপডেট পাবেন৷ এই ফোনের মাধ্যমেই ভারতে অসংখ্য মানুষ প্রথমবার ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন৷ এই ফোনটি সবার সামনে নিয়ে আসার জন্য আমাদের তর সইছে না!'
জিও ফোন নেক্সট-এর দাম কত হবে, আর কী কী সুবিধে এতে থাকবে, জিও পোস্ট পেড এবং প্রিপেড-এ কী অফার পাওয়া যাবে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্ভবত তা জানা যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Jio