#নয়াদিল্লি: কেন্দ্রীয় ফুড প্রোসেসিং ইউনিট, কৃষি এবং কিষাণ কল্যাণ, গ্রামীণ বিকাশ অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের নেতৃত্বে হওয়া বৈঠকে ৩২০.৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২৮টি ফুড প্রোসেসিং ইউনিটের জন্য ৷ ১০টি রাজ্যে অনুমোদিত এই প্রকল্পে ১০ হাজারের বেশি মানুষ রোজগারের সুযোগ পেতে চলেছেন ৷
কেন্দ্রীয় মন্ত্রী তোমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কৃষ্ণ সম্পদ যোজনা (পিএমকেএসওয়াই) এর খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সক্ষমতা তৈরি / সম্প্রসারণ (সিইএফপিসিপিসি) প্রকল্পের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন ৷ প্রধানমন্ত্রীর কৃষ্ণ সম্পদ যোজনার মূল উদ্দেশ্য ছিল ফুড প্রোসেসিং ইউনিটের আধুনিকরণ করা ও সম্প্রসারণ করা যাতে খাদ্যশস্যের অপচয় কম হবে ৷
বৈঠকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অসম, মণিপুর ও কেন্দ্রশাসিত প্রদেশে প্রকল্পের জন্য মোট ৩২০.৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এই প্রকল্পগুলিতে ২১২.৯১ কোটি টাকা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আসবে ৷ এর জেরে প্রায় ১০,৫০০ জন কর্মসংস্থান পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Employment