#নয়া দিল্লি: শুক্রবার দেশের আর্থিক অবস্থার উন্নতিকল্পে ও করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মানুষের আর্থিক অবস্থার উন্নতিতে ও অর্থনীতির ভিত মজবুত করতে RBI গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন। পাশাপাশি, আগামী তিন মাস ইএমআই থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার কথাও বলেন তিনি। আর সেই সিদ্ধান্তের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Today @RBI has taken giant steps to safeguard our economy from the impact of the Coronavirus. The announcements will improve liquidity, reduce cost of funds, help middle class and businesses. https://t.co/pgYOUBQtNl
— Narendra Modi (@narendramodi) March 27, 2020
দেশজোড়া লকডাউনের ফলে বাণিজ্য ক্ষেত্রে এক চরম সংকট দেখা দিয়েছে। লেনদেনের অভাবে থমকে গিয়েছে অর্থনীতি। খারাপ অবস্থা শেয়ার বাজারেরও। গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন, দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকার আর্থিকভাবে সাহায্য করবে। তারপরের দিনই শক্তিকান্ত দাসের এই ঘোষণা। তার প্রেক্ষিতেই মোদি ট্যুইট করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে ভারতীয় অর্থনীতিকে বাঁচাতে আজ এক বড় ঘোষণা করেছে আরবিআই। বাজারে কাঁচা টাকার জোগান বাড়াতে, মধ্যবিত্ত ও মাঝারি মাপের ব্যবসায়ীদের আর্থিক সহায়তার কাজে এই ঘোষণা বিশেষ ভাবে সাহায্য করবে। কোটি কোটি দেশবাসীকে অনেকটা স্বস্তি দেবে এই সিদ্ধান্ত’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।