#নয়াদিল্লি: খাদ্য ও কৃষি সংস্থার ৭৫তম বার্ষিকীতে সাম্মানিক ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাম্মানিক কয়েন অন্যান্য কয়েনের মতো নয় ৷ কারণ এর মূল্য বাজারে উপস্থিত অন্যান্য কয়েনের থেকে অনেক বেশি হয় ৷ সাধারণ মানুষ রিজার্ভ ব্যাঙ্ক থেকে নির্ধারিত টাকা দিয়ে এই কয়েন কিনতে পারবেন ৷
এর আগে প্রধানমন্ত্রী স্বচ্চ ভারত দিবস ২০১৯-এ ১৫০ টাকার রুপোর কয়েন জারি করেছিল ৷ মহাত্মা গান্ধির ১৫০ তম জন্ম জয়ন্তীতে এই কয়েন জারি করা হয়েছিল ৷ মোদি ২৪ ডিসেম্বর ২০১৮-তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ছবি দেওয়া ১০০ টাকার কয়েন জারি করেছিলেন ৷
Prime Minister Narendra Modi releases a commemorative coin of Rs 75 to mark the 75th anniversary of the Food and Agriculture Organization pic.twitter.com/E6a2WUYYa4
— ANI (@ANI) October 16, 2020
এই সমস্ত কয়েন কেউ নিতে চাইলে তাদের আগে থেকে বুকিং করতে হবে ৷ RBI-এর মুম্বই ও কলকাতায় অবস্থিত ভারত সরকারের মিন্ট অফিসে স্পেশ্যাল এডিশেন কয়েন ও সাম্মানিক কয়েন জারি করে থাকে ৷ ওয়েবসাইটে প্রথমে আবেদন করতে হবে ৷ কেবল রেজিস্টার্ড গ্রাহকরা এর জন্য আবেদন করতে পারবেন ৷আরবিআই এর ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 75 Rupees Coin, Narendra Modi