#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারীর মাঝেই অনলাইন ফ্রডের ঘটনাও যেন পাল্লা দিয়েছে বেড়েছে ৷ এর জেরেই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের একাধিকবার সতর্ক ও সচেতন করা হচ্ছে ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে একটি ট্যুইট করে গ্রাহকদের জানানো হয়েছে স্মার্টফোনের মাধ্যমে কী করে হ্যাকার তাদের লোকসান করতে পারে ৷ পাশাপাশি হ্যাকারদের থেকে কীভাবে বাঁচাবেন নিজেকে সে বিষয়েও জানানো হয়েছে ৷ মোবাইল ফোনে পার্সোনাল ডিটেল ও পেমেন্ট সংক্রান্ত একাধিক তথ্য থাকে ৷ এই সমস্ত তথ্য অসাধু লোকের হাতে পড়লে গ্রাহকদের সমস্যায় পড়তে হবে ৷ এমনকি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে ৷ স্মার্টফোনে ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ৷ তাই গ্রাহকদের সতর্ক থাকা ও কষ্টের টাকা সুরক্ষিত রাখার বিষয়ে খেয়াল রাখতে হবে ৷
Don't be a victim of mobile hackers and learn some smart ways to keep your device secured. Let's make things difficult for the hackers.#BeAlert #BeSafe #CyberSecurity #OnlineFraud #OnlineScam pic.twitter.com/O3TlvCGyGS
— State Bank of India (@TheOfficialSBI) August 19, 2020
SBI ট্যুইট করে জানিয়েছে,‘মোবাইল হ্যাকারদের থেকে সাবধানে থাকুন ৷ নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটি স্মার্ট উপায় বেছে নিন ৷’ ফোন হ্যাক হওয়া থেকে বাঁচাতে দেখে নিন কী কী করবেন না ৷
১. কোনও পাবলিক প্লেসে ফোন যেখানে-সেখানে রেখে অন্যদিকে মন দেবেন না ৷
২. যে কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার করার পর সেটি অবশ্যই বন্ধ করুন ৷
৩. অজানা নেটওয়ার্কের সঙ্গে আপনার ফোন কানেক্ট করবেন না ৷
৪. ইউজার নেম বা পাসওয়ার্ডের মতো তথ্য ফোনে সেভ করবেন না ৷
দেখে নিন কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন-
১. স্মার্টফোনের ডেটার নিয়মিত ব্যাকআপ রাখবেন ৷
২. ফোনের ১৫ ডিজিটের ইউনিক আইএমআই নম্বর নিজের কাছে রাখুন ৷
৩. লক স্ক্রিন ফিচার অবশ্যই ব্যবহার করুন ৷
৪. কোনও মোবাইল বা কম্পিউটারে ডেটা ট্রান্সফার করার আগে অ্যান্টিভাইরাস স্ক্যান করে নিন ৷
৫. মোবাইলের অপারেটিং সিস্টেম সময় সময়ে আপডেট করুন ৷
৬. অজানা চার্জিং স্টেশনে ফোন চার্জ করবেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Bank Of India