#নয়াদিল্লি: উৎসবের মরশুম শেষ। যাবতীয় ডিসকাউন্টের পালাও শেষ। আপাতত ক'দিন বিশ্রাম, তার পর ফের নিউ ইয়ার সেলের জন্য প্রস্তুত হওয়া। ভারতের একাধিক সংস্থার ক্ষেত্রে আগের কথাগুলো প্রযোজ্য হলেও কিছু সংস্থা এখনও দিচ্ছে সেল বা অফার। আর তার মধ্যেই রয়েছে এম জি মোটর। এই গাড়িপ্রস্তুতকারক সংস্থা উৎসবের মরশুমে তাদের প্রায় সব গাড়ির উপরেই নানা অফার দিয়েছে। বিক্রিও হয়েছে প্রচুর। কিন্তু তার পর এই অফ সিজনেও সংস্থা তাদের সব চেয়ে জনপ্রিয় কয়েকটি গাড়ির উপরে ছাড় দিচ্ছে।
এই গাড়িপ্রস্তুতকারক সংস্থা সম্পর্কে বলতে গেলে পিছিয়ে যেতে হবে ৯৬ বছর আগে। ১৯২৪ সালে সিসিল কিমবারের হাত ধরে তৈরি হয় পথ চলা শুরু করে এই সংস্থা। সাক্ষী থেকেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও। তাদের হাত ধরে বিশ্বে একাধিক নামকরা গাড়ি বেরিয়েছে। সে সময়ে স্পোর্টস কার আর মিনি কার বের করলেও পরে তারা সব ধরনের গাড়িই প্রস্তুত করতে শুরু করে। মালিকানা পাল্টায় ২০০৭ সালে। চিনা কোম্পানি SAIC মোটর কিনে নেয় এম জি মোটরসকে। তার কয়েক বছর পরই ভারতে গাড়ি লঞ্চ করার কথা ঘোষণা করে তারা।
২০১৭ সালে গুজরাতের হালোলে প্রথম গাড়ির তৈরির কারখানা তৈরি করে এই সংস্থা। মাঝারি আকারের SUV নিয়ে আসার পরিকল্পনার কথাও জানানো হয় তখন। ২০১৯-এর জুনে ভারতের মার্কেটে লঞ্চ হয় হেক্টর। যা অন্যতম জনপ্রিয় একটি গাড়ি।
বর্তমানে এম জি মোটরস তাদের সর্বাধিক বিক্রিত চারটি গাড়ি হেক্টর, হেক্টর প্লাস, ZS EV ও দ্য গ্লস্টারে অফার দিচ্ছে। এই প্রথম এম জি মোটরসের অথরাইজড ডিলারের থেকে অফার দেওয়া হচ্ছে। তবে, সংস্থার তরফে জানানো হয়েছে, অফিসিয়াল ডিসকাউন্ট পাওয়া যাবে শুধুমাত্র MG Hector, Hector Plus ও ZS EV-তে। গ্লস্টারে অফিসিয়াল কোনও অফার নেই, ডিলারের কাছে কত গাড়ি আছে বা কী পলিসি আছে, তার উপরে এই গাড়ির অফার নির্ভর করবে। দেখে নেওয়া যায় অন্য তিনটে গাড়িতে কী কী অফার মিলছে- MG Hector ও Hector Plus হেক্টর ও হেক্টর প্লাস দু'টি গাড়ির ক্ষেত্রেই ২৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। পাশাপাশি বিনামূল্যে মিলবে তিন বছরের অ্যানুয়াল মেইনটেনেন্স কনট্র্যাক্ট (AMC)। ডেলিভারির দিন থেকে তিন বছর পর্যন্ত সার্ভিসিংয়ের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না।
MG ZS EV এম জি মোটরসের অন্যতম ডিমান্ডেবল গাড়ি ইলেক্টিক SUV MG ZS EV। লঞ্চের সঙ্গে সঙ্গে এতটাই বিক্রি হয়েছিল যে সামাল দেওয়া যায়নি। বেশ কয়েক দিন এর বিক্রি বন্ধ রাখতে হয়েছিল। আর এই গাড়িতেই এ বার মিলছে অফার। প্রাথমিক ভাবে ৪০ হাজার টাকার ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ অফার থাকছে ২৫ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি হেক্টরের মতোই এতেও তিন বছরের এএমসি পাওয়া যাবে বিনামূল্যে। এক্ষেত্রে গাড়ি কেনার পূর্বে অবশ্যই ডিলারের সঙ্গে যোগাযোগ করে অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া ভাল।