#নয়াদিল্লি: সোমবার জনপ্রিয় ফুড চ্যান ম্যাক ডোনাল্ডসের তরফে জানানো হয় যে ভারতে তারা ১৬৯টি আউটলেট বন্ধ করতে চলেছে তারা ৷ এর জেরে প্রায় ১০ হাজারকর্মী তাদের চাকরি খোয়াতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
আমেরিকার এই সংস্থা জানিয়েছেন যে ভারতে তাদের তাদের পার্টনার বিক্রম বক্সী কম্পানির সঙ্গে ঝামেলার জেরেই উত্তর ও পূর্ব ভারতে একাধিক আউটলেট বন্ধ করতে বাধ্য হয়েছে তারা ৷ কনট প্লাজা রেস্তোরাঁ প্রাইভেট লিমিটেড তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটি লঙ্ঘন করেছে ৷
২০১৩ সাল থেকে CPRL-র সঙ্গে আইনি ঝামেলা চলছে ম্যাক ডোনাল্ডসের ৷ এই সিদ্ধান্তের জেরে প্রায় ১০ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন ৷ এমনিতেই ভারতীয় বাজারে ম্যাক ডোনাল্ডসের ব্যবসায় ইতিমধ্যেই থাবা বসিয়ে দিয়েছে ডোমিনজ পিত্জা ৷ তার মধ্যে এমন সিদ্ধান্তে অনেকটাই প্রভাব পড়তে চলেছে ম্যাক ডোনাল্ডসের ৷
এবার থেকে নোটিস লাগু হওয়ার পর থেকে উত্তর ও পূর্ব ভারতের এই সমস্ত সংস্থা আর ম্যাক ডোনাল্ডসের নাম ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ডিং ও রেসিপি আর ব্যবহার করতে পারবে না ৷
প্রত্যেকটি আউটলেটে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন কর্মচারী কাজ করেন ৷ ফলে অনেকেই চাকরি হারাতে চলেছে ৷ অন্যদিকে নতুন পার্টনারের খোঁজে রয়েছে ম্যাক ডোনাল্ডস।