#নয়াদিল্লি: গাড়ি শিল্পে মন্দার জেরে ইতিমধ্যেই কয়েক লক্ষ কর্মী ছাঁটাই করেছে বিভিন্ন সংস্থা৷ এ বার গুরগাঁও ও মানেসরে কারখানা বন্ধ করতে চলেছে মারুতি৷ এই দুই কারখানায় দু'দিন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মারুতি৷ আগামী ৭ ও ৯ সেপ্টেম্বর ওই দুই কারখানা বন্ধ থাকবে৷
অগাস্টে ৩৩.৯৯ শতাংশ উত্পাদন কমিয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া৷ গত বছর ওই একই মাসে যেখানে ১ লক্ষ ৬৮ হাজার ৭২৫ ইউনিট গাড়ি উত্পাদন করেছিল, সেখানে এ বছর অগাস্টে ১ লক্ষ ১১ হাজার ৩৭০ ইউনিট গাড়ি উত্পাদন করেছে মারুতি৷ একটি বিবৃতিতে জানিয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া৷
অল্টো, নিউ ওয়াগনআর, সিলেরিয়ো, ইগনিস, সুইফট, বালেনো ও ডিজায়ারের মতো মিনি ও কমপ্যাক্ট সেগমেন্টের গাড়ি এ বছর অগাস্টে ৮০ হাজার ৯০৯ ইউনিট উত্পাদন করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া৷ গত বছর অগাস্টে এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ২২ হাজার ৮২৪ ইউনিট৷ কমানো হয়েছে সেডান, প্রোডাকশন ইউটিলিটি ভেহিকল গাড়িও৷
আরও ভিডিও: মন্দার বাজারে ধুঁকছে বর্ধমানের সোনাপট্টি, কাজ হারিয়েছেন কয়েক হাজার কারিগর