মালদহ: গবাদি পশু পালন করলেই মিলবে সরকারি ঋণ। এমনকি গবাদি পশুর পালনকারীদের দেওয়া হবে কৃষাণ ক্রেডিট কার্ড। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে আবেদন গ্রহণ করার প্রক্রিয়া।
যাঁরা বাড়িতে গবাদি পশু অথবা হাঁস-মুরগি পালন করছেন শুধুমাত্র তাঁরাই এই কৃষাণ ক্রেডিট কার্ড পাবেন। এই কার্ডের সাহায্যে মিলবে সরকারি স্বল্প সুদে ঋণ। ইতিমধ্যে মালদহ জেলায় এই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ২০০ জন ঋণ পেতে চলেছেন। সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন এই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে। প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত সাধারণ মানুষ বাড়িতে গরু মহিষ পালন করছেন, তাঁরা এই ক্রেডিট কার্ড করতে পারবেন। তবে সর্বনিম্ন দুইটি গরু বা মহিষ বাড়িতে থাকতে হবে।
সর্বনিম্ন ঋণের পরিমাণ প্রায় ২৩ হাজার টাকা। যদি কেউ বাড়িতে ছাগল বা শুকর পালন করেন। সে ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটি ছাগল বা শুকর থাকতে হবে সর্বোচ্চ ৪০টি। এই ক্ষেত্রে সর্বনিম্ন ঋণের পরিমাণ ১৭ হাজার টাকা।
এছাড়াও যাঁরা মুরগি বা হাঁস পালন করেন তাঁদের ক্ষেত্রেও ঋণ রয়েছে। সর্বনিম্ন ৫০০টি মুরগি থাকতে হবে। যদি কেউ হাঁস পালন করেন, সেই ক্ষেত্রে সর্বনিম্ন ৫০ টি হাঁস থাকলেই কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে মিলবে।
এই কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ঋণ নিলে যে সমস্ত সুবিধা গুলি রয়েছে সেগুলি হল অতি অল্প সুদে এই ঋণ মিলবে। এক বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারলে দুই শতাংশ সুদের ছাড় দেওয়া হবে। সর্বাধিক এক লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনও অতিরিক্ত সিকিউরিটি লাগবে না।
মালদহ জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতর জানা গেছে, প্রথমদিকে এই কৃষাণ ক্রেডিট কার্ড তৈরীর প্রবণতা না থাকলেও বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ করছেন। এখন পর্যন্ত ১২৯৮ আবেদন জমা পড়েছে। ২০০ জন উপভোক্তা ইতিমধ্যে ঋণ পেতে চলেছেন। বাকিরাও আগামী কিছুদিনের মধ্যে ঋণ পেয়ে যাবেন।
গবাদি পশু বা মুরগি পালন যারা করছেন তাঁরা ব্লক স্তরের প্রাণী সম্পদ বিকাশ দফতরে গিয়ে এই কৃষাণ ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন। দফতরে আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র পূরণ করে জমা দিলেই মিলবে ক্রেডিট কার্ড বা ঋণ।
মালদহ জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিক ডক্টর উৎপল কুমার কর্মকার বলেন, এই প্রকল্প দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। প্রথম দিকে ব্যাঙ্ক ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেনি।
আরও পড়ুন, শুধু মামলাই সরল না! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরেক নির্দেশেও দেওয়া হল স্থগিতাদেশ
আরও পড়ুন, পাট ও রঙিন সুতো দিয়ে বানানো কারুকার্যময় ধোকরা! ব্যাপক চাহিদা উত্তরবঙ্গ জুড়ে
সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ঋণের বিষয়ে। মালদহ জেলায় ব্যাপক সাড়া মিলেছে। গরু ছাগল হাঁস মুরগি পালন যারা করেন, তারা এই ঋণ বা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News