হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মোবাইল কখনওই হাতছাড়া হয় না? তাহলে ফোন স্ক্রল করতে করতেই এবার আয় করুন বিপুল টাকা

মোবাইল কখনওই হাতছাড়া হয় না? তাহলে ফোন স্ক্রল করতে করতেই এবার আয় করুন বিপুল টাকা

মোবাইল ঘাঁটতেই ঘাঁটতেই যদি পকেট ভরে নেওয়া যায় বেশ কিছু টাকায়? কীভাবে, তার তিন উপায় দেখে নেওয়া যাক এক ঝলকে।

  • Share this:

কলকাতা: ১৯৯৪ সালের ২২ অগাস্ট প্রথম মোবাইল ফোন সার্ভিস শুরু হয়েছিল আমাদের এই দেশে। তার পর কী হল, সে আমরা সবাই জানি, মোবাইল স্ক্রল করে করে আমাদের আঙুলে এখনও কড়া পড়েনি, এই যা আশ্চর্যের বিষয়!

তবে, আমরা বেশিরভাগই কিন্তু নিজেদের সাধের মোবাইল ফোনটাকে ঠিক ভাবে কাজে লাগাই না, একথা মেনে নিতেই হবে। দিনের বেশিরভাগ সময়টাই আমরা যে মোবাইল ঘাঁটি, তা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, কোনও ডেটিং অ্যাপে বা ডাউনলোড করা গেমে কেটে যায়, অনেকে আবার সিনেমা দেখেন, বই পড়েন। মোদ্দা কথা- এই সবই সময় কাটানো বই কিছুই নয়।

আরও পড়ুন: ২০০০ টাকার নোট বদলানোর জন্য প্যান বা আধার কার্ড দেখানো কি বাধ্যতামূলক? জেনে রাখুন ব্যাঙ্কে যাওয়ার আগে!

কিন্তু এই মোবাইল ঘাঁটতেই ঘাঁটতেই যদি পকেট ভরে নেওয়া যায় বেশ কিছু টাকায়? কীভাবে, তার তিন উপায় দেখে নেওয়া যাক এক ঝলকে।

পুরনো জিনিস বেচা
আমাদের সকলের কাছেই এমন অনেক জিনিস আছে, যা কাজে লাগে না। জামা, জুতো, বই, ঘড়ি, গ্যাজেটস- তালিকা ফুরানোর নয়। এমন বহু সংস্থা আছে যাদের ম্াধ্যমে এগুলো বিক্রি করে দেওয়া যায়। তাদের অ্যাপ ফোনে নামিয়ে জিনিসটার ছবি তুলে আপলোড করা আর একটা ডিটেল দেওয়া- ব্যস, এই তো কাজ! তাতে যদি টাকা আসে, মনটা কি খুশি হবে না? Decluttr, Poshmark, Letgo-র মতো অ্যাপ এক্ষেত্রে কাজে আসবে।

বিনিয়োগে বসতি লক্ষ্মী
টাকায় টাকা আনে- এই কথাটা জানা আছে তো? বিনিয়োগ সেটাই প্রমাণ করে ছাড়ে। স্বল্প অঙ্কে তা শুরু করা যায়, কীভাবে পরামর্শ দেবে নানা ইনভেস্টমেন্ট অ্যাপ। Betterment, Acorns, Robinhood ঘেঁটে অনেকেই পকেট ভরছেন, একবার বাজিয়ে দেখলে হয় কিন্তু!

ক্লিক, ক্লিক
একদম- এটা ফোনের ক্যামেরার শাটারের আওয়াজ। ছবি আমরা সবাই দিন-রাত তুলছি। সেলফি আর গ্রুফি ছেড়ে যদি অন্যরকমের কিছু ছবি তোলা যায়, তা বিক্রি করেও টাকা আসতে পারে বইকি, সুযোগ দেয় FOAP-র মতো প্রতিষ্ঠান।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Money Making Tips, Smartphone