corona virus btn
corona virus btn
Loading

বাজারে এল Nikon-এর COOLPIX W150, ছবি তোলা এখন আরও সহজ

বাজারে এল Nikon-এর COOLPIX W150, ছবি তোলা এখন আরও সহজ
  • Share this:

#কলকাতা: ক্যামেরার বাজারে নিকনের জুড়ি মেলা ভার ৷ অ্যামেচর থেকে প্রফেশনাল, সব ফটোগ্রাফারদের জন্যই নিকনের ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে DSLR, সবই দুর্দান্ত ৷

COOLPIX সিরিজে এবার Nikon-এর নতুন সংযোজন COOLPIX W150 ৷ অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি নতুন এই ক্যামেরা গ্রাহকদের অনেক পছন্দ হবে বলেই দাবি সংস্থার ৷ এই ক্যামেরায় রয়েছে ১৩.২ মিলিয়ন পিক্সেল এবং স্টিরিও সাউন্ড-সহ এইচডি মুভি রেকর্ডিং-এর ব্যবস্থা ৷ এতে কোনও কিছুর ওপর ফোকাস অত্যন্ত সহজে এবং দ্রুত সম্ভব ৷

নিকন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সজ্জন কুমার জানান, ‘‘ W150 শুধু ছবি নেওয়ার জন্যই দুর্দান্ত নয় ৷ এর স্টাইলিশ বডিও গ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় ৷ প্রচুর রং-এর মডেলের অপশনও থাকছে ৷ ’’ জলের তলায়ও এই ক্যামেরা ব্যবহার করা সম্ভব ৷ এটি একটি শকপ্রুফ ক্যামেরা ৷ থাকছে ৩এক্স অপটিক্যাল জুম যা ৩০ মিমি থেকে ৯০ মিমি ওয়াইড অ্যাঙ্গল ছবি তোলার ক্ষমতা রাখে ৷

First published: April 23, 2019, 6:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर