#নয়াদিল্লি: শনিবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এদিনের বাজেটে তিনি বলেন বৃদ্ধির হার বেড়েছে ৷ ২০১৪-১৯ বৃদ্ধির হার ছিল গড়ে ৭.৪% ৷ ২৭ লক্ষ মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন বলে দাবি অর্থমন্ত্রীর ৷ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত ৷ সরকারের ঋণের বোঝাও কমেছে বলে দাবি নির্মলা সীতারমনের ৷
এদিনের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ দেখে নিন এক নজরে...
২০২২ পর্যন্ত কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে ১৬ দফার কর্মসূচি ঘোষণা কেন্দ্রের
এদিন দূষণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ বড় শহরগুলিতে দূষণমুক্ত হাওয়ার জন্য ৪৪০০ কোটি টাকার খরচের প্রস্তাব নির্মলার ৷
আগামী তিন বছরে সবার জন্য স্মার্ট প্রিপেড মিটার ৷ এর পাশাপাশি ধন লক্ষ্ণী যোজনার ঘোষণা ৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১.২৩ লক্ষ কোটি ৷ ২৮ হাজার ৪০০ কোটির বিদেশী বিনিয়োগ হয়েছে ৷ স্বচ্ছ ভারত প্রকল্পে ১২ হাজার ৩০০ কোটি ৷ জল জীবন প্রকল্পে ৩.৬ লক্ষ কোটি বরাদ্দ ৷ বিদেশী লগ্নি টানতে নয়া শিক্ষানীতি ৷
ছোট শহরে PPP মডেলে নতুন হাসপাতাল ৷ শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ৯৯ হাজার ৩০০ কোটি ৷ ‘স্টাডি ইন্ডিয়া’ প্রকল্পের প্রস্তাব অর্থমন্ত্রীর ৷ গরিব পড়ুয়াদের জন্য অনলাইন ডিগ্রি কোর্স চালু ৷ স্কিল ইন্ডিয়া প্রকল্পে ৩ হাজার কোটি বরাদ্দ ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।