#নয়াদিল্লি: সাধারণ মানুষের জন্য সুখবর ! সরকারি তেল সংস্থাগুলি নভেম্বর মাসের জন্য এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অক্টোবর মাসেও HPCL, BPCL, IOC রান্নার গ্যাসের দামে কোনও বদল করেনি ৷ একদিকে বাজারে আলু, পেঁয়াজ ও ডালের মূল্যবৃদ্ধির মধ্যে রান্নার গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ ৷ তবে ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৭৮ টাকা বাড়ানো হয়েছিল ৷
এর আগে শেষবার ১৪ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুলাই ২০২০-তে ৪ টাকা বাড়ানো হয়েছিল ৷ এর আগে জুন মাসে দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১১.৫০ টাকা বাড়ানো হয়েছিল ৷ মে মাসে অবশ্য গ্যাস সিলিন্ডার ১৬২.৫০ টাকা সস্তা হয়েছিল ৷
দেশের সবচেয়ে বড় তেল সংস্থা IOC-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গত মাসে যা দাম ছিল তাই থাকবে নভেম্বর মাসেও ৷ দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে , মুম্বইয়ে ৫৯৪, চেন্নাইয়ে ৬১০ টাকা, কলকাতায় ৬২০ টাকা ৷
নভেম্বর মাসে ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৷ চেন্নাইয়ে সবচেয়ে বেশি ৭৮ টাকা প্রতি সিলিন্ডারে বৃদ্ধি করা হয়েছে ৷ ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৩৫৪ টাকা ৷ কলকাতা ও মুম্বইয়ে ৭৬ টাকা বেড়েছে প্রতি সিলিন্ডারের দাম ৷ কলকাতায় দাম বেড়ে হয়েছে ১২৯৬ টাকা এবং মুম্বইয়ে ১১৮৯ টাকা ৷ দিল্লিতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম হয়েছে ১২৪১ টাকা ৷
অন্যদিকে আবার ১ নভেম্বর অর্থাৎ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পুরো পদ্ধতি বদলে গিয়েছে৷ গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে ৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে ৷