#নয়াদিল্লি: সস্তায় গ্যাস সিলিন্ডার বুকিং করার রয়েছে দারুণ সুযোগ ৷ ৮০৯ টাকার সিলিন্ডার মাত্র ৯টাকায় বুকিং করতে পারবেন ৷ গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে পেটিএম ৷ ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত এই অফারের সুবিধা নিতে পারবেন ৷ এই অফারের সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের হাতে মাত্র ১ দিন সময় রয়েছে ৷
পেটিএম-এর এই অফারের নাম ‘ফাস্ট টাইম’ ৷ অর্থাৎ এই অফারের সুবিধা কেবল সেই গ্রাহকরা নিতে পারবেন যারা প্রথমবার পেটিএম-এর মাধ্যমে বুকিং করবেন ৷ গ্যাস বুকিংয়ের জন্য পেমেন্ট করলে ৮০০ টাকার স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন ৷ এখানে ১০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে ৷
Paytm-এ এভাবে মিলবে ক্যাশব্যাক অফার
-- প্রথমে মোবাইল ফোনে Paytm App ডাউনলোড করতে হবে--এরপর গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বুকিং করতে হবে
-- এর জন্য পেটিএম অ্যাপে Show more-এ গিয়ে ক্লিক করতে হবে--Recharge and Pay Bills-এ ক্লিক করতে হবে-- এরপর গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে-- বুকিংয়ের আগে FIRSTLPG-এর প্রোমো কোড দিতে হবে-- বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন-- এই স্ক্র্যাচ কার্ড ৭দিনের মধ্যে ব্যবহার করতে হবেনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LPG Gas Cylinder