#নয়াদিল্লি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে ত্রাহি ত্রাহি রব গোটা দেশজুড়ে ৷ এরকম পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষার ভেবে প্রায় সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের অনলাইনে একাধিক পরিষেবা দিচ্ছে যাতে তাঁদের ব্যাঙ্কে যেতে না হয় ৷ গ্রাহকদেরও অনলাইন পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ তা সত্ত্বেও এরকম বেশ কিছু কাজ রয়েছে যার জন্য ব্যাঙ্কে যেতে হতে পারে ৷ আপনারও এরকম কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির লিস্ট দেখে যাবেন ৷ জুন মাসে মোট ৯দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday in June) ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays List)জারি করা হয়ে থাকে ৷ রাজ্যের হিসেবে ব্যাঙ্কের ছুটি ঠিক করা হয় ৷ RBI এর তরফে জারি ছুটির লিস্ট অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও হলিডে মিলিয়ে জুন মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এই মাসে কোনও বড় উৎসব নেই ৷ সাপ্তাহিক ছুটি ছাড়া কেবল স্থানীয় উৎসবের জন্য ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক , দেখে নিন পুরো লিস্ট
৬ জুন - রবিবার
১২ জুন- দ্বিতীয় শনিবার
১৩ জুন - রবিবার
১৫ জুন- মিথুন সংক্রান্তি (মিজোরাম ও ভুবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্ক )
২০ জুন - রবিবার
২৫ জুন- গুরু হরগোবিন্দজি জয়ন্তী (জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক )
২৬ জুন- দ্বিতীয় শনিবার
২৭ জুন - রবিবার
৩০ জুন- রেমনা নি (আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক )
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Holidays, RBI