#নয়াদিল্লি: ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই খবরটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্কের যা কাজ রয়েছে সেটি সোমবারের মধ্যে মিটিয়ে নেওয়ায় বুদ্ধিমানের কাজ ৷ কারণ এপ্রিল মাসে মোট ৯দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে ৬দিন সামনের সপ্তাহের মধ্যে পড়ছে ৷ আরবিআই এর তরফে জারি ব্যাঙ্কের ছুটির লিস্টটা অবশ্যই দেখে নেবেন ৷
সমস্ত রাজ্যে ১৫ দিন ছুটি থাকবে না ব্যাঙ্ক কারণ আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা উৎসব পালন করা হয় ৷ দেখে নিন ব্যাঙ্কের ছুটির লিস্ট-
--১৩ এপ্রিল, মঙ্গলবার- উগাদি, তেলেগু নিউ ইয়ার, বোহাগ বিহু, গুড়ি পরবা, বৈশাখি, বিজু উৎসব--১৪ এপ্রিল, বুধবার- ডা: আম্বেদকর জয়ন্তী, অশোকা দ্য গ্রেটের জন্মদিন, তামিল নিউ ইয়ার, মহা বিশুবা সংক্রান্তি, বোহাগ বিহু--১৫ এপ্রিল, বৃহস্পতিবার- হিমাচল ডে, পয়লা বৈশাখ
১৬ এপ্রিল, শুক্রবার- বোহাগ বিহু১৮ এপ্রিল, রবিাবর২১ এপ্রিল, মঙ্গলবার- রাম নবমী, গরিয়া পুজো২৪ এপ্রিল- মাসের চতুর্থ শনিবার২৫ এপ্রিল- মহাবীর জয়ন্তীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Holidays