#নয়াদিল্লি: দেশজুড়ে চলছে আনলক ১ ৷ ট্রেন, বাস ও বিমান পরিষেবা চালু করা হলেও মেনে চলতে হচ্ছে একাধিক নিয়ম ৷ এতদিন লকডাউন চলায় সবারই প্রচুর কাজ আটকে রয়েছে ৷ একাধিক ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হলেও এবার আস্তে আস্তে পড়ে থাকা কাজ সেরে নেওয়া উচিত ৷ লকডাউনের জেরে এলআইসি ম্যাচিউরিটি ক্লেম সেটেলমেন্টের নিয়মে একাধিক বদল করা হয়েছে ৷ নিজেদের ওয়েবসাইটে বিমা সংস্থার তরফে জানানো হয়েছে যে পলিসি হোল্ডাররা এবার ইমেলের মাধ্যমে ক্লেম ডকুমেন্ট পাঠাতে পারবেন ৷
এলআইসি-র তরফে জানানো হয়েছে, পলিসিহোল্ডাররা ৩০ জুন পর্যন্ত কেওয়াইসি-সহ অন্য ডকুমেন্টের স্ক্যান কপি সার্ভিস ব্রাঞ্চে পাঠাতে পারবেন ম্যাচিউরিটি বা সার্ভাইবল ক্লেম পাওয়ার জন্য ৷ দেখে নিন পুরো প্রসেস ৷
১. আপনার ডকুমেন্ট claims.bo<Branch code>@licindia.com পাঠাতে পারবেন ৷ এখানে ব্রাঞ্চ কোডের জায়গায় আপনার সার্ভিসিং ব্রাঞ্চ কোড দিতে হবে ৷ এই কাজটি ৩০ জুনের আগে করতে হবে ৷
২. একটি মেলে অধিকতম ৫ এমবি ডকুমেন্ট পাঠাতে পারবেন ৷ এর থেকে বেশি হলে একের বেশি মেল পাঠাতে হবে ৷
৩. স্ক্যান করা কপি JPG বা PDF ফর্ম্যাটে হতে হবে ৷
৪. এই মেল আইডি আপনি কেবল ক্লেম সংক্রান্ত বিষয়ে ব্যবহার করতে পারবেন ৷ অন্য বিষয়ে এই মেল আইডি-তে ই-মেল পাঠালে কোনও কাজ হবে না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LIC, LIC Policy Holder, Life Insurance Corporation of India, Online Claim form Submission