হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
LIC গ্রাহকদের জন্য বড় খবর, ৩০ জুনের মধ্যে সেরে ফেলতে হবে এই কাজ....

LIC গ্রাহকদের জন্য বড় খবর, ৩০ জুনের মধ্যে সেরে ফেলতে হবে এই কাজ....

নিজেদের ওয়েবসাইটে বিমা সংস্থার তরফে জানানো হয়েছে যে পলিসি হোল্ডাররা এবার ইমেলের মাধ্যমে ক্লেম ডকুমেন্ট পাঠাতে পারবেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশজুড়ে চলছে আনলক ১ ৷ ট্রেন, বাস ও বিমান পরিষেবা চালু করা হলেও মেনে চলতে হচ্ছে একাধিক নিয়ম ৷ এতদিন লকডাউন চলায় সবারই প্রচুর কাজ আটকে রয়েছে ৷ একাধিক ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হলেও এবার আস্তে আস্তে পড়ে থাকা কাজ সেরে নেওয়া উচিত ৷ লকডাউনের জেরে এলআইসি ম্যাচিউরিটি ক্লেম সেটেলমেন্টের নিয়মে একাধিক বদল করা হয়েছে ৷ নিজেদের ওয়েবসাইটে বিমা সংস্থার তরফে জানানো হয়েছে যে পলিসি হোল্ডাররা এবার ইমেলের মাধ্যমে ক্লেম ডকুমেন্ট পাঠাতে পারবেন ৷

এলআইসি-র তরফে জানানো হয়েছে, পলিসিহোল্ডাররা ৩০ জুন পর্যন্ত কেওয়াইসি-সহ অন্য ডকুমেন্টের স্ক্যান কপি সার্ভিস ব্রাঞ্চে পাঠাতে পারবেন ম্যাচিউরিটি বা সার্ভাইবল ক্লেম পাওয়ার জন্য ৷ দেখে নিন পুরো প্রসেস ৷

১. আপনার ডকুমেন্ট claims.bo<Branch code>@licindia.com পাঠাতে পারবেন ৷ এখানে ব্রাঞ্চ কোডের জায়গায় আপনার সার্ভিসিং ব্রাঞ্চ কোড দিতে হবে ৷ এই কাজটি ৩০ জুনের আগে করতে হবে ৷

২. একটি মেলে অধিকতম ৫ এমবি ডকুমেন্ট পাঠাতে পারবেন ৷ এর থেকে বেশি হলে একের বেশি মেল পাঠাতে হবে ৷

৩. স্ক্যান করা কপি JPG বা PDF ফর্ম্যাটে হতে হবে ৷

৪. এই মেল আইডি আপনি কেবল ক্লেম সংক্রান্ত বিষয়ে ব্যবহার করতে পারবেন ৷ অন্য বিষয়ে এই মেল আইডি-তে ই-মেল পাঠালে কোনও কাজ হবে না ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: LIC, LIC Policy Holder, Life Insurance Corporation of India, Online Claim form Submission