#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় ইনস্যুরেন্স সংস্থা লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পলিসি লঞ্চ করে থাকে ৷ এই সংস্থার পলিসিতে ইনভেস্ট করে গ্রাহকরা একাধিক সুবিধা পেয়ে থাকেন ৷ বর্তমান সময়ে সাধারণত যখনই ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা হয় সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখেই সেটি করা হয় ৷ কয়েকজন আবার সন্তানের পড়াশোনা, বিয়ে বা অন্যান্য খরচের কথা মাথায় রেখে বিভিন্ন স্কিমে টাকা ইনভেস্ট করে থাকেন ৷ এলআইসি-র এমনই একটি স্কিম রয়েছে ৷ স্কিমের নাম নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান (LIC New Children's Money Back Plan) ৷
পলিসি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন...
-- এই বিমার জন্য ন্যূনতম বয়স ০
এলআইসি-র এই প্ল্যান মোট ২৫ বছরের জন্য হয় ৷ এই প্ল্যান অনুযায়ী এলআইসি পলিসিহোল্ডারের ১৮ বছর, ২০ বছর ও ২২ বছর হওয়ায় বেসিক সাম ইনস্যুয়র্ডের ২০-২০ শতাংশ টাকা দেবে সংস্থা ৷ বাকি ৪০ শতাংশ টাকা পলিসি হোল্ডারের ২৫ বছর পূর্ণ হওয়ায় দেওয়া হবে ৷ এর সঙ্গে সঙ্গে সমস্ত রকমের বকেয়া বোনাসও দেওয়া হবে ৷ পলিসি ম্যাচিউর হওয়ার সময় পলিসি হোল্ডার বাকি থাকা ৪০ শতাংশ টাকা ও বোনাস পেয়ে যাবেন ৷