হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
LIC পলিসির মেয়াদ শেষে টাকা পাওয়া আরও সহজ, দারুণ সুযোগ নিয়ে এল সংস্থা

LIC পলিসির মেয়াদ শেষে টাকা পাওয়া আরও সহজ, দারুণ সুযোগ নিয়ে এল সংস্থা

LIC

LIC

গ্রাহকদের এই বিষয়ে সহযোগিতা করতে এলআইসি-র অফিসগুলিতে নির্দিষ্ট অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গ্রাহকদের সুবিধার্থে দুর্দান্ত সুযোগ করে দিল এলআইসি৷ সংস্থার তরফে জানানো হয়েছে,রকরোনা অতিমারির জন্য গ্রাহকদের অসুবিধের কথা ভেবেই এই সুবিধে চালু করেছে এলআইসি৷ যাতে পলিসি যে অফিস থেকেই করানো হোক না কেন, বাড়ির সবথেকে নিকটবর্তী অফিসেই কাগজপত্র জমা দিয়েই পলিসির মেয়াদ শেষে দ্রুত টাকা পেয়ে যেতে পারেন গ্রাহক৷

গোটা দেশে এলআইসি-র ১১৭টি ডিভিশনাল অফিস, ২০৪৮টি শাখা অফিস, ১৫২৬টি স্যাটেলাইট অফিস এবং ৭৪টি কাস্টমার জোনেই এই সুবিধে পাবেন গ্রাহকরা৷ যাঁদের পলিসির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরা বাড়ির কাছে এই অফিসগুলির যে কোনও একটিতে গিয়ে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে পারবেন৷ তবে যে অফিস থেকে পলিসি করা হয়েছিল, সেই সার্ভিসিং ব্রাঞ্চ-ই টাকা পাওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবে৷ এলআইসি-র নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের পলিসির কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় ডিজিটাল পদ্ধতিতে পাঠিয়ে দেওয়া হবে৷

গ্রাহকদের এই বিষয়ে সহযোগিতা করতে এলআইসি-র অফিসগুলিতে নির্দিষ্ট অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ কোনও গ্রাহক পলিসির কাগজপত্র জমা দিতে গেলে ওই অফিসাররাই তাঁদের সহযোগিতা করবেন৷ এমন কি, কোনও গ্রাহক যদি এক শহরে থাকেন এবং তাঁর পলিসির কাগজপত্র যদি অন্য কোনও জায়গায় থাকে, তাহলে আলাদা আলাদা ভাবে দু' জায়গার অফিসেই পলিসির কাগজপত্র ভাগ করে জমা করা যাবে৷ যেহেতু করোনার জন্য এক জায়গা থেকে অন্যত্র যাতায়াতের ক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এলআইসি৷

তবে এই সুবিধে পরীক্ষামূলক ভাবে ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে৷ এই মুহূর্তে গোটা দেশে এলআইসি-র প্রায় ২৯ কোটি পলিসি রয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: LIC