#নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশ কয়েক বছরে অনেকটাই কমেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই-ও ব্যতিক্রম নয়। দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হিসেবে পরিচিত এই আইসিআইসিআই। গত অক্টোবর মাসে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই ব্যাঙ্ক বেশ কিছু নতুন নিয়ম এনেছিল সুদের ক্ষেত্রে। এই মুহূর্তে বিভিন্ন রকম সুদের হারের সঙ্গে ১৭টি ম্যাচিওরিটি অপশন দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক। ২ কোটি পর্যন্ত স্থায়ী আমানত রাখলে, এই অপশন গুলি পাওয়া যাবে। প্রি-ম্যাচিওর অবস্থায় যে কেউ নিজের গচ্ছিত টাকা তুলেও নিতে পারবেন।
আইসিআইসিআই ব্যাঙ্কের নতুন নিয়মবিধি অনুসারে, সাত দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা যাবে। অন্যদিকে, ৭ থেকে ১৪ দিনের জন্য করা ফিক্সড ডিপোজিটে সুদের হার ২.৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ০.৫ শতাংশ বেশি দেওয়া হচ্ছে। গত অক্টোবর ২১ থেকে এই নিয়ম কার্যকরী হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) এই মূল্যবৃদ্ধির সময়েও মূল সুদের হার একই রাখার চেষ্টা করে চলেছে। আরবিআই-এর তরফে জানানো হয়েছে যে, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কিছু নির্দিষ্ট খাতে লিক্যুইডিটি বজায় রাখা হচ্ছে।
Antara Dey