#নয়াদিল্লি: বর্তমানে যে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি একটি সরকারি তথ্য ৷ UIDAI এর মাধ্যমে জারি করা আধার কার্ডে ব্যবহারকারীদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য দেওয়া থাকে ৷ আধার কার্ড ছাড়া কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না আপনি ৷ পাশাপাশি আধার কার্ড ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্টও খুলতে পারবেন না ৷ শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে স্কুলে ভর্তির জন্যেও আধার কার্ড চাওয়া হয়ে থাকে ৷
ফলে আপনার আধার কার্ডে কোনও ভুল থাকলে প্রচুর সমস্যার সম্মুখিন হতে হবে ৷ এর উপর আধার কার্ড কী ভাবে আপডেট করতে হয় সে বিষয়ে না জানলে সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যায় ৷ তাই আর দেরি না করে আজই জেনে নিন কীভাবে আধার কার্ডের তথ্য সংশোধন করবেন এবং আপডেট করবেন ৷
আধার রেজিস্ট্রেশনের জন্য কোনও চার্জ দিতে হয় না৷ দেশএর নাগরিককে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় ৷ আধার আপডেট করার জন্য অবশ্য কিছু ক্ষেত্রে চার্জ লাগে ৷ আধার আপডেট করার জন্য আপনার থেকে কেউ বেশি টাকা চাইলে আপনি ১৯৪৭-এ কল করে অভিযোগ জানাতে পারবেন ৷ এছাড়া uidai.gov.in- ওয়েবসাইটে গিয়েও আপনি অভিযোগ জানাতে পারবেন৷
আধারে একটি আপডেট করান বা একাধিক, বায়োমেট্রিক আপডেট করার জন্য ১০০ টাকা চার্জ দিতে হবে ৷ ডেমোগ্রাফিক ডিটেল বদল করার জন্য মাত্র ৫০ টাকা চার্জ দিতে হবে ৷ আধারে যে কোনও বদলের জন্য ভ্যালিড প্রুফ জমা দিতে হবে ৷ এই তথ্যের ভিত্তিতেই আপনার ঠিকানা বা জন্ম তারিখ আপডেট করা হবে ৷ বর্তমানে ইউআইডিএআই ৩২ ডকুমেন্ট আইডি প্রুফ হিসেবে, ৪৫টি ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসেবে ও ১৫টি ডকুমেন্ট জন্ম তারিখ বদলানোর জন্য বৈধ হিসেবে মেনে নেয় ৷
UIDAI এর তরফে আরও জানানো হয়েছে, আধার এনরোলমেন্ট স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই ৷ হেল্পলাইন নম্বর ১৯৪৭ এ কল করে আপনার এনরোলমেন্ট আইডি ফের হাসিল করতে পারবেন ৷ এছাড়া https://resident.uidai.gov.in/lost-uideid লিঙ্কে ক্লিক করেও EID (enrolment ID) বা আধার নম্বর ফের পেয়ে যেতে পারবেন ৷
#Dial1947ForAadhaar Lost Aadhaar and also lost enrolment slip? Don't worry. You can retrieve your EID (enrolment ID) by calling our helpline 1947. You can also retrieve your EID or UID (Aadhaar) online from https://t.co/CHVyf2xLyg Read more here https://t.co/odS1q51A5a pic.twitter.com/ZYXOrE82zS
— Aadhaar (@UIDAI) December 1, 2020
UIDAI এর ওয়েবসাইটে গিয়ে মিনিটের মধ্যে আধারের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন ৷ UIDAI এর তরফে জানানো হয়েছে আধারের ফিজিক্যাল কপির মতো পিডিএফ কপিও বৈধ ৷