#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্টে রয়েছে ? তাহলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ গ্রাহকদের জন্য মোবাইল ব্যাঙ্কিং আরও সহজ করে দিয়েছে ব্যাঙ্ক ৷ এবার থেকে বাড়িতে বসে একটি এসএমএস-এর মাধ্যমেই ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন ৷ পাশাপাশি বের করে নিতে পারবেন মিনি স্টেটমেন্ট ৷ চেকের স্ট্যাটাস জানতে পারবেন ৷ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিজেদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷
আরও পড়ুন: বেশি রিটার্ন পেতে চান ? তাহলে পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করুন
SMS ব্যাঙ্কিং -
রেজিষ্টার্ড গ্রাহকদের জন্য এসএমএস ব্যাঙ্কিংয়ের সুবিধা রয়েছে ৷ এর জেরে ২৪ ঘণ্টা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্র্যাক করতে পারবেন ৷
এই পরিষেবা জন্য আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে এসএমএস ব্যাঙ্কিংয়ের জন্য রেজিষ্টার্ড করে নিন ৷
আরও পড়ুন: বন্ধ হয়ে যেতে চলেছে আপনার ATM কার্ড !
দেখে নিন কোন নম্বরে কী পরিষেবা মিলবে -
ব্যালেন্স জানতে হলে 09223766666 মিসড কল দিতে পারেন ৷ এছাড়া BAL লিখে 09223766666 নম্বরে এসএমএস পাঠাতে পারেন ৷
মিনি স্টেটমেন্টের জন্য 09223866666 মিসড কল দিতে পারেন বা MSTMT লিখে এসএমএস করতে পারেন ৷ তাহলে শেষ পাঁচটি লেনদেনের তথ্য পেয়ে যাবেন ৷
এটিএম কার্ড ব্লক করার জন্য BLOCK<space>XXXX’ লিখে 567676 নম্বরে পাঠিয়ে দিন ৷
আরও পড়ুন: LIC করছেন ? তাহলে অবশ্যই সতর্ক থাকুন এই বিষয়ে, না হলে পড়তে পারেন বিপুল ক্ষতির মুখে
এটিএম কার্ড জেনারেট করার জন্য PIN লিখে 567676 নম্বরে এসএমএস পাঠান ৷ প্রথমে এটিএম-এর চার ডিজিট লিখতে হবে ৷ পরে অ্যাকাউন্টের শেষ চার ডিজিট দিতে হবে ৷ এরপর আপনার ফোন নম্বরে চার ডিজিটের ওটিপি আসবে ৷ এটা আপনি দু’দিনের মধ্যে যে কোনও সময় ব্যবহার করতে পারবেন ৷
হোম বা অটো লোন সম্বন্ধে জানতে চাইলে HOME বা CAR লিখে 09223588888 এসএমএস পাঠিয়ে দিন ৷