#কলকাতা: করোনা ভাইরাস রোধে লকডাউনের পর থেকে বন্ধ শহরের মিষ্টির দোকান থেকে শুরু করে চায়ের দোকান। যেহেতু ডেয়ারিগুলিতে কর্মচারীরা আসতে পারছেন না, তাই বহু ডেয়ারি কমিয়ে দিয়েছে দুধ কেনার পরিমাণ। আবার অনেক ডেয়ারির নিজস্ব গরু বা মোষ রয়েছে। আর সব মিলিয়ে সমস্যায় পড়েছেন বড়বাজারের দুধপট্টির ব্যবসায়ীরা।
লকডাউনের মধ্যে দুধের প্যাকেটের সাপ্লাই শহরের অধিকাংশ জায়গাতেই চাহিদার তুলনায় অনেকটা কম ৷ যাও বা পাওয়া যাচ্ছে, সকালে দোকান খুলতে না খুলতেই সব শেষ ৷ এই সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে এবার এগিয়ে এল কেভেন্টার অ্যাগ্রো ৷ মেট্রো দুধের সংস্থা কেভেন্টার কলা এবং দুধ শহরবাসী যাতে পান, তা নিশ্চিত করতেই লকডাউনের সময় নতুন ব্যবস্থা নিয়ে হাজির ৷ চালু হল ‘ওয়ান ক্লিক স্টোর লোকেটর সার্ভিস ৷’ যার মাধ্যমে দুধ এবং কলা কোথায় পাওয়া যাচ্ছে, গ্রাহকরা নিজেদের এলাকা অনুযায়ী সহজেই জানতে পারবেন ৷
Link: https://www.keventer.com/store-locator এই লিঙ্কে ক্লিক করলেই সব হাতের মুঠোয় ৷ এই লিঙ্কে ক্লিক করলেই জানা যাবে কাছাকাছি মেট্রো দুধের স্টোর কোনগুলি ৷ দোকানের মালিককে ফোন করে জিজ্ঞেস করার পাশাপাশি দোকানের লোকেশনও সহজেই জানা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Milk