#মুম্বাই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৩ তম বার্ষিক সাধারণ অধিবেশনে একের পর এক বড় ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। রইল বিনোদন জগতের জন্যও বড়সড় সুখবর। বুধবার তিনি জানান, এবার রিলায়েন্স জিও নিয়ে আসছে জিওটিভি+ (Jiotv+)। এই অ্যাপটি ওটিটি প্ল্যাটফর্মগুলির এগ্রিগেটর হিসেবে কাজ করবে। মুকেশ আম্বানির কথায় , "দীর্ঘ কয়েক দশক ধরে টেলিভিশন সম্প্রচার ছিল একমুখী যোগাযোগের মাধ্যম। জিও ফাইবারের মাধ্যমে আমরা টেলিভিশনকে ইন্টারঅ্যাক্টিভ করে তুলতে পেরেছি।"
জিও টিভির মূল বৈশিষ্ট্য-
এদিন এজিএমে জিও গ্লাসও লঞ্চ করল সংস্থা ৷ এই গ্লাসের ওজন মাত্র ৭৫ গ্রাম ৷ এটি একটি কেবলের সঙ্গে যুক্ত থাকবে ৷ এই গ্লাসে এখন ২৫টি অ্যাপ রয়েছে, আগামী দিনে এখানে আরও অ্যাপ যুক্ত করা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukesh Ambani