corona virus btn
corona virus btn
Loading

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর ! ৪০০০-র বেশি দক্ষিণী ব্লকবাস্টার এবার JioCinema-য়

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর ! ৪০০০-র বেশি দক্ষিণী ব্লকবাস্টার এবার JioCinema-য়
  • Share this:

#কলকাতা: অন ডিমান্ড ভিডিও প্ল্যাটফর্ম Jio Cinema এবার জিও গ্রাহকদের জন্য আরও প্রচুর সংখ্যায় সিনেমা নিয়ে হাজির ৷ সিনেমাপ্রেমীদের জন্য অবশ্যই যা দারুণ খবর ৷ এবার থেকে আরও বেশি সংখ্যায় দক্ষিণ ভারতের ছবি দেখা যাবে জিও সিনেমাতে ৷ প্রায় সব ব্লক ব্লাস্টার ছবিই পাওয়া যাবে এখানে ৷

Sun NXT-এর সঙ্গে গাঁটছড়ায় এবার আরও বেশি সংখ্যায় দক্ষিণী ব্লকব্লাস্টার ছবি দেখা যাবে জিও সিনেমায় ৷ Sun TV Network-এর সঙ্গে এই যৌথ উদ্যোগে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে জিও ৷ দক্ষিণ ভারতের চারটি ভাষা- তামিল, তেলেগু, কন্নাড়া এবং মলায়ালম ছবি এবার দেখা যাবে জিও সিনেমায় ৷ Sun NXT-এর প্রায় ৪০০০-এরও বেশি সিনেমা এর ফলে দেখার সুযোগ পাবেন জিও-র গ্রাহকরা ৷ দক্ষিণী সিনেমার ফ্যানদের পক্ষে অবশ্যই যা দারুণ খবর ৷ জিও সিনেমায় ইতিমধ্যেই ১০ হাজারের বেশি সিনেমা রয়েছে ৷ পাশাপাশি ১ লক্ষেরও বেশি টিভি শো এবং অরিজিজানলস রয়েছে এখানে ৷

First published: December 3, 2019, 7:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर