4G ডাউনলোড স্পিডে এবারও শীর্ষে রিলায়েন্স জিও, জানাল TRAI

4G ডাউনলোড স্পিডে এবারও শীর্ষে রিলায়েন্স জিও, জানাল TRAI
রিলায়েন্স জিও

অগাস্টের তথ্য বলছে, ৪জি নেটওয়ার্কে জিও-র ডাউনলোড স্পিড গড়ে ২১.৩ Mbps, যেখানে জুলাইয়ে ছিল ২১.০ Mbps৷ বোঝাই যাচ্ছে, প্রতি মাসে নিজের পারফরম্যান্সকে ছাপিয়ে যাচ্ছে জিও৷

  • Share this:

#মুম্বই: খুব কম খরচে ইন্টারনেট৷ স্পিডও দুর্দান্ত৷ হ্যাঁ, কথা হচ্ছে রিলায়েন্স জিও-র৷ ৪জি ডাউনলোড স্পিডে সব মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সংস্থাকে ছাপিয়ে ১ নম্বরে এখন রিলায়েন্স জিও৷ টেলিকম নিয়ামক সংস্থা TRAI-এর রিপোর্ট বলছে, অগাস্টে ৪জি ডাউনলোড স্পিডে সবাইকে ছাপিয়ে গিয়েছে জিও৷

অগাস্টের তথ্য বলছে, ৪জি নেটওয়ার্কে জিও-র ডাউনলোড স্পিড গড়ে ২১.৩ Mbps, যেখানে জুলাইয়ে ছিল ২১.০ Mbps৷ বোঝাই যাচ্ছে, প্রতি মাসে নিজের পারফরম্যান্সকে ছাপিয়ে যাচ্ছে জিও৷ ৪জি নেটওয়ার্কে ডাউনলোড স্পিডে অনেকটাই পিছিয়ে ভোডাফোন৷ অগাস্টে ভোডাফোনের ডাউনলোড স্পিড ছিল ৫.৫ Mbps, জুলাইয়ে ছিল ৫.৮ Mbps৷ অর্থাত্‍ কমে গিয়েছে অগাস্টে৷ যদিও জিও-কে টেক্কা দিতে ভোডাফোন ও আইডি সেলুলার সংযুক্ত হয়েছে৷

জিও-ই প্রথম টেলিকম অপারেটর, যারা ২০১৮ সালে দ্রুততম ৪জি অপারেটর হয়েছিল৷ জিও-র ধারেকাছে কেউ ছিল না৷ এ বছরও ৮ মাস কেটে গিয়েছে, ৪জি ইন্টারনেট স্পিডে জিও শীর্ষে৷ TRAI-এর রিপোর্টে তা স্পষ্ট৷ ৪জি ইন্টারনেট স্পিড কমেছে এয়ারটেল-এরও৷ অগাস্টে এয়ারটেলের ডাউনলোড স্পিড ছিল ৮.২ Mbps, জুলাইয়ে ছিল ৮.৮ Mbps৷

আরও ভিডিও: টিভি সম্প্রচারে নয়া দিগন্ত, চালু হচ্ছে জিও ফাইবার সার্ভিস

First published: September 18, 2019, 6:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर