• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • এয়ারটেলের আইপিএল বিজ্ঞাপন নিয়ে বিভ্রান্তির অভিযোগ, আদালতে জিও

এয়ারটেলের আইপিএল বিজ্ঞাপন নিয়ে বিভ্রান্তির অভিযোগ, আদালতে জিও

(Image: Reliance Jio)

(Image: Reliance Jio)

 • Share this:

  #নয়াদিল্লি: আইপিএল নিয়ে বিপাকে টেলিকম অপারেটর এয়ারটেল ৷ আইপিএল কভারেজে ‘লাইভ এবং বিনামূল্য পরিষেবা’র বিজ্ঞাপনের জন্য এয়ারটেলের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ জিও ৷ দিল্লি হাইকোর্টে এয়ারটেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জিও ৷ টেলিকম সার্ভিস প্রোভাইডার জিও-র দাবি, এয়ারটেল মিথ্যে খবর প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে ৷

  আইপিএল কভারেজের বিজ্ঞাপনে এয়ারটেল সংস্থাটি দাবি করছে, যারা হটস্টারে ম্যাচের সাবস্ক্রিপশন করিয়েছেন, তারা একেবারে ‘ফ্রি’-তে এই খেলা দেখতে পারবেন ৷ এমনকী, ডেটা চার্জেসও অতিরিক্ত কিছু নয় ৷ ব্যবহারকারীদের ডেটা প্ল্যান থেকেই এই চার্জ কেটে নেওয়া হবে ৷ কিন্তু এই বিজ্ঞাপন নিয়েই এয়ারটেলের বিরুদ্ধে অভিযোগ আনে জিও ৷ কারণ বিনামূল্য পরিষেবা বললেও আদতে কোনও ‘ফ্রি’ পরিষেবাই নেই এয়ারটেলের ৷

  দিল্লি হাইকোর্টের মামলার শুনানিতে বিচারপতি যোগেশ খান্না এয়ারটেল সংস্থাটিকে এই বিজ্ঞাপন পরিবর্তনের নির্দেশ দেয় ৷ এয়ারটেল সংস্থাও এই বিজ্ঞাপন পরিবর্তনের আশ্বাস দিয়েছেন ৷

  দিল্লি হাইকোর্টে জিও সংস্থার-র আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, ‘লাইভ অ্যান্ড ফ্রি’ পরিষেবার বদলে এয়ারটেল ‘মিথ্যে প্রচার চালাচ্ছে’ ৷ কারণ বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, আইপিএল টি টোয়েন্টি সাবস্ক্রাইদের এই বিনামূল্য পরিষেবা পেতে গেলে শুধুমাত্র বিশ্বাসযোগ্য সংস্থার কাছ থেকে একটি সিম নিতে হবে এবং এয়ারটেল টিভি অ্যাপ ডাউনলোড করলেই আপনি পেয়ে যেতে পারেন ভার্চুয়াল সিজন পাস ৷ কিন্তু

  First published: