corona virus btn
corona virus btn
Loading

মহিলাদের মধ্যে ‘ডিজিটাল লিটারেসি’ বাড়াতে GSMA-র সঙ্গে গাঁটছড়া Jio-র

মহিলাদের মধ্যে ‘ডিজিটাল লিটারেসি’ বাড়াতে GSMA-র সঙ্গে গাঁটছড়া Jio-র
  • Share this:

#কলকাতা: ডিজিটাল লিটারেসির কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে রিলায়েন্স জিও ৷ ডিজিটাল ক্ষেত্রে মহিলাদের আরও শিক্ষিত করে তুলতেই GSMA-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুকেশ আম্বানির সংস্থা জিও ৷

বিশ্বজুড়ে মোবাইল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির অংশ GSMA ৷ মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যেই জিও-র এই প্রয়াস ৷ দেশে মোবাইল প্রযুক্তি শেখার জন্য ‘জেন্ডার গ্যাপ’ না রাখাই লক্ষ্য জিও-র ৷ দেশে ডিজিটাল বিপ্লব আনাই লক্ষ্য জিও-র ৷ রিলায়েন্স জিও ইনফোকমের ডিরেক্টর ইশা আম্বানি বলেন, ‘‘ মোবাইল এবং ইন্টারনেট প্রযুক্তির গত এক দশকে দারুণ উন্নতি ঘটেছে ৷ মহিলাদের স্বনির্ভর করার কাজে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তথ্য এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতিও ঘটেছে ৷ ’’

First published: July 15, 2019, 8:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर