#নয়াদিল্লি: Reliance টেলিকম আত্মপ্রকাশ করার পর থেকেই তার গ্রাহকদের জন্য নানা ধরনের আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। আবারও দারুন সুযোগ নিয়ে হাজির Reliance Jio। যারা প্রতিদিন Jio prepaid পরিষেবায় নিজেদের ইন্টারনেট কানেকশন চালান। হঠাৎ যদি ডেটা প্যাক শেষ হয়ে যায়, সে-ক্ষেত্রে আর চিন্তা করতে হবে না। মাত্র ১১টাকায় 1GB ডেটা পাওয়া যাবে। আর সেই ১১টাকা পরে দিলেও চলবে। এই দারুণ অফারটির নাম দেওয়া হয়েছে Emergency Data Loan পরিষেবা। অর্থাৎ Jio গ্রাহকদের জন্য এ বার থেকে Data, Loan-এ দেবে। এই লোন পরিষেবা ৫ বারের জন্য দেওয়া হবে। মোট ৫GB হাই-স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। অর্থাৎ ৫৫ টাকা পরে দিলেও হবে। MyJio অ্যাপ্লিকেশন-র মোবাইল সার্ভিসেস অপশনে গিয়ে 'Emergency Data Loan' বিভাগ থেকে এই অফারের উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
জনপ্রিয় এই টেলিকম সংস্থা সম্প্রতি আরও পাঁচটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যা Jio Freedom প্ল্যান-এর আওতায় রাখা হয়েছে। এগুলি ১২৭ টাকা থেকে শুরু করে ২,৩৯৭ টাকার মধ্যে রাখা হয়েছে। এই প্ল্যানগুলি ৩০ দিনের মেয়াদ থেকে শুরু করে আরও বেশিদিনের মেয়াদে গ্রাহকদের অফার করা হবে। Jio-র আগের প্ল্যানগুলি ২৮ দিনের বা তার বেশি মেয়াদের হত, কিন্তু নতুন প্ল্যান আগের থেকে অনেক বেশি মেয়াদের হবে বলে দাবি করেছে Jio। এছাড়াও এই prepaid পরিষেবায় গ্রাহক JioTV, JioCinema, JioNews এর সুবিধাগুলি উপভোগ করতে পারবে।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র (Trai) অনুসারে। মুকেশ আম্বানির নেতৃত্বে টেলকো সংস্থা ৪২২.৯২ মিলিয়ন ওয়্যারলেস গ্রাহক-কে পরিষেবা দিয়ে চলেছে। এরপরেই রয়েছে Airtel। যার কাছে রয়েছে ৩২২.৪০ মিলিয়ন গ্রাহক। Vodafone Idea- র কাছে রয়েছে ২৮৩.১১ মিলিয়ন ওয়্যারলেস গ্রাহক। কিছুদিন আগেই জানা গিয়েছে, ৬৫ MHz সবচেয়ে বৃহত্তম স্পেকট্রাম (Spectrum) অধিকারী ভারতী এয়ারটেল (Bharti Airtel) বাংলায় অতিরিক্ত ২১.৬ MHz স্পেকট্রাম মোতায়েন করছে। সংস্থার দাবি অনুযায়ী, ২৩০০,২১০০,১৮০০,৯০০ ব্যান্ডের বেশি পরিমাণে স্পেকট্রাম ক্ষমতার ফলে ইন্টারনেটের স্পিড বাড়বে। গ্রাহকদের অসুবিধা কমবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance, Reliance Jio