corona virus btn
corona virus btn
Loading

আমাদের বক্তব্যকে কোনও গুরুত্বও দেওয়া হয়নি, টেলিকম মন্ত্রককে চিঠি পাঠিয়ে JIO-এর তোপের মুখে COAI

আমাদের বক্তব্যকে কোনও গুরুত্বও দেওয়া হয়নি, টেলিকম মন্ত্রককে চিঠি পাঠিয়ে JIO-এর তোপের মুখে COAI
এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপগুলির অ্যাক্সেস। গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড জিও টু জিও কলিং-এর সুবধা আর বাকি নেটওয়ার্কের জন্য থাকছে ৩০০ মিনিটএর ফ্রি কলিং।

Department of Telecom-কে Cellular Operators Association of India চিঠির কড়া ভাষায় সমালোচনা করলেন মুকেশ অম্বানির সংস্থা ৷

  • Share this:

#মুম্বই: ভারতীয় টেলিকমের সবথেকে বড় কোম্পানি জিও-এর তোপের মুখে COAI ৷ তাদের মতামতকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ জিও-এর ৷ Department of Telecom-কে Cellular Operators Association of India চিঠির কড়া ভাষায় সমালোচনা করলেন মুকেশ অম্বানির সংস্থা ৷

টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে লেখা চিঠিতে COAI জানিয়েছে টেলিকম শিল্পে কোনওরকম সমস্যা না সঙ্কট নেই ৷ এরই তীব্র প্রতিবাদ করেছে জিও ৷ একইসঙ্গে Reliance Jio COAI-এর উপর দুই টেলিকম সংস্থার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ৷ কোম্পানির তরফে লেখা চিঠিতে জিও-এর তোপ, এমন ব্যবহারই প্রমাণ করেছে যে কোনও ইন্ড্রাস্টি অর্গানাইজেশন নয়, বরং এই দুই টেলিকম কোম্পানিরই মুখপাত্র হয়ে কাজ করছে COAI ৷ জিও প্রশ্ন তুলেছে কিভাবে দুই টেলিকম কোম্পানির অর্থনৈতিক সঙ্কট গোটা টেলিকম সেক্টরের বিপদ বলে ব্যাখা করা যেতে পারে ৷ উল্লেখ্য, Department of Telecom-কে লেখা COAI এর চিঠিতে যেসব সমস্যার কথা বলা হয়েছে, সে সবকটিই অস্বীকার করেছে জিও ৷ একইসঙ্গে COAI-এ উপর সরকারকে ভুল তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছে ৷
গতসপ্তাহেই সু্প্রিম কোর্ট department of telecom (DoT) কে জিও, এয়ারটেল ভোডাফোন-আইডিয়া সহ দেশের আটটি টেলিকম সংস্থার থেকে বকেয়া ৯২ হাজার কোটি টাকা আদায়ের নির্দেশ দিয়েছে ৷ শীর্ষ আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই টেলিকম সংস্থার বর্তমান বিপদ ও ক্ষতির খতিয়ান নিয়ে Department of Telecom-কে চিঠি লিখেছে COAI ৷ জিও-এর মতে শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন না তুলে COAI এর মতো সংস্থার নিজের সদস্যদের এই নির্দেশ মেনে নেওয়ার কথা বোঝানো উচিত ৷ দেখে নিন সেই চিঠি

letter

letter2 letter3

First published: October 30, 2019, 9:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर