Jio-র নতুন উপহার, এ বার বিনামূল্যে ফোনে টিউশনের সুবিধা দেবে সহজ পাঠ

Jio-র নতুন উপহার, এ বার বিনামূল্যে ফোনে টিউশনের সুবিধা দেবে সহজ পাঠ

1800-890-6006 টোল ফ্রি নম্বরে ফোন করলেই দেশের যে কোনও প্রান্তের শিক্ষার্থীরা এ বার পেয়ে যাবেন বিনামূল্যে টিউশনের সুবিধা ৷

  • Share this:

#কলকাতা: শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতু গড়তে জিও-র নতুন প্রয়াস ৷  1800-890-6006 টোল ফ্রি নম্বরে ফোন করলেই দেশের যে কোনও প্রান্তের শিক্ষার্থীরা এ বার পেয়ে যাবে বিনামূল্যে টিউশনের সুবিধা ৷ স্বেচ্ছাসেবী সংগঠন সহজ পাঠ ও জিও-র উদ্যোগে চালু হল ‘টিচার-অন-কল’ প্রোগ্রাম।

প্রত্যন্ত গ্রামীণ এলাকা হোক বা মফস্বল, যে কোনও জায়গা থেকেই এই টোল-ফ্রি নম্বরে ফোন করলে পড়ুয়ারা এবার পেয়ে যাবে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ। দেশজুড়ে এমনই ‘হেল্প ডেস্ক’ চালু করতে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহজ পাঠ।

দেশে অনেকেই এমন রয়েছেন, যাদের পক্ষে প্রাইভেট টিউশন নেওয়ার মতো ক্ষমতা নেই ৷ সেইসব পড়ুয়াদের জন্যই এই নতুন প্ল্যাটফর্ম জিও এবং সহজ পাঠের ৷  দেশজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহজ পাঠের সঙ্গে জুড়ল রিলায়েন্স জিও।

জিও-র তরফে এদিন বলা হয়েছে, “সহজ পাঠের সঙ্গে জুড়তে পেরে আমরা খুশি। অভাবে শিক্ষার আলো যাতে নিভে না যায় সেটা দেখাই আমাদের কাজ। দেশের ঘরে ঘরে এই কর্মসূচি ছড়িয়ে দিতে আমরা বধ্যপরিকর।”

First published: February 22, 2020, 9:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर