corona virus btn
corona virus btn
Loading

ফের জিও ধামাকা! আয়ের নিরিখেও শীর্ষে Jio, কুপোকাত্‍ ভোডাফোন, এয়ারটেল

ফের জিও ধামাকা! আয়ের নিরিখেও শীর্ষে Jio, কুপোকাত্‍ ভোডাফোন, এয়ারটেল
রিলায়েন্স জিও

২০১৬ সালের সেপ্টেম্বরে যখন জিও আনুষ্ঠানিক ভাবে বাজারে এল, তারপর থেকে ভারতের টেলিকম পরিষেবায় বিপ্লব ঘটিয়েছে৷ ইন্টারনেটকে সব স্তরের মানুষের কাছে কম দামে পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রথম ছিল রিলায়েন্স জিও-র৷

  • Share this:

#নয়াদিল্লি: পরিষেবায় শীর্ষে ছিলই৷ এ বার আয়ের দিক থেকেও ভারতের সব টেলিকম সংস্থাকে কুপোকাত্‍ করে দিল রিলায়েন্স জিও৷ জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে জিও-র আয় ১০ হাজার ৯০০ কোটি টাকা৷ টেলিকম পরিষেবা মাত্র তিন বছরেই এই সাফল্য৷ নিয়ামক সংস্থা (TRAI)-এর রিপোর্ট বলছে, জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে জিও-র আয় ছাড়িয়ে গিয়েছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়াকে৷

২০১৬ সালের সেপ্টেম্বরে যখন জিও আনুষ্ঠানিক ভাবে বাজারে এল, তারপর থেকে ভারতের টেলিকম পরিষেবায় বিপ্লব ঘটিয়েছে৷ ইন্টারনেটকে সব স্তরের মানুষের কাছে কম দামে পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রথম ছিল রিলায়েন্স জিও-র৷ সঙ্গে বিনামূল্যে ভয়েস কল৷ সেখানে ভারতী এয়ারটেল ব্যবসা করছে ১৯৯৫ সাল থেকে৷ জিও-র ধাক্কায় বেসামাল ভোডাফোন আইডিয়া-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে৷ জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতী এয়ারটেলের আয় ১০ হাজার ৭০১,৫ কোটি টাকা ও ভোডাফোন-আইডিয়ার আয় ৯,৮০৮.৯২ কোটি টাকা৷

রিলায়েন্স জিও রিলায়েন্স জিও

ICICI সিকিউরিটিজ-এর একটি রিপোর্ট বলছে, 'রিলায়েন্স জিও-র আয় বছরে বছরে লাফিয়ে বাড়ছে৷ বর্তমানে এক নম্বর টেলিকম অপারেটর৷ জিও-র অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বৃদ্ধির হার দুর্দান্ত৷' AGR মার্কেট শেয়ারে ৩১.৭ শতাংশই জিও-র কব্জায়৷ সেখানে এয়ারটেলের ৩০ শতাংশ ও ভোডাফোন-আইডিয়ার ২৮.১ শতাংশ৷'

এই ত্রৈমাসিক পর্যন্ত রিলায়েন্স জিও-র মোট গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ৩৩.১৩ কোটি, দেশের বৃহত্তম টেলিকম সংস্থা৷ চলতি মাসে বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি জানান, জিও-র বর্তমান গ্রাহক সংখ্যা ৩৪ কোটি মোবাইল গ্রাহক৷

আরও ভিডিও: BGBS 2019: রিলায়েন্স জিও-র নজরে গ্রামীণ বাংলা, ই-কমার্সেও পা রাখার ঘোষণা রিলায়েন্স কর্তার

First published: August 27, 2019, 11:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर