কলকাতা: জিও-র (Reliance Jio) এখন সর্বত্র জয়জয়কার ৷ দেশের ডিজিটাল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে এখন সবার ভরসা রিলায়েন্স জিও-ই ৷ টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর দেওয়া এপ্রিলের হিসেব বলছে, জিও ওই মাসে কলকাতায় তাদের নতুন ১.৫ লক্ষ মোবাইল সাবস্ক্রাইবার যোগ করতে সফল ৷ পাশাপাশি ৩০ এপ্রিল পর্যন্ত হিসেব অনুযায়ী জিও-র ওয়্যারলাইন (Wireline) সাবস্ক্রাইবার সংখ্যাও ১.৪ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ ট্রাইয়ের ডেটা সেই হিসেবই দিয়েছে ৷
ট্রাইয়ের সর্বশেষ প্রকাশিত টেলিকম সাবস্ক্রাইবারের ডেটা অনুযায়ী, কলকাতায় এখন মোবাইল অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার (৪৩ শতাংশ) রিলায়েন্স জিওরই দখলে ৷ সবমিলিয়ে এই শহরে সংস্থার সাবস্ক্রাইবার সংস্থা ১.১৪ কোটি ৷ শুধুমাত্র এপ্রিলেই ১.৫ লক্ষ মোবাইল সাবস্ক্রাইবার যোগ করতে সফল সংস্থা ৷ পাশাপাশি ওই মাসে ভারতী এয়ারটেল তাদের ১.০৭ লক্ষ সাবস্ক্রাইবারকে হারিয়েছে ৷ বিএসএনএল হারিয়েছে ৯০০০০ সাবস্ক্রাইবার এবং ভোডাফোন আইডিয়া হারিয়েছে তাদের ২৯০০০ সাবস্ক্রাইবারকে ৷ TRAI-এর দেওয়া হিসেব এমনটাই জানিয়েছে ৷ অর্থাৎ কলকাতায় এক নম্বর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এখন নিঃসন্দেহেই রিলায়েন্স জিও ৷
কলকাতার পাশাপাশি গোটা দেশেই জিও-র সাবস্ক্রাইবার সংখ্যা অনেকাংশে বেড়েছে ৷ এপ্রিলে এয়ারটেল যেখানে মাত্র ৫ লক্ষ নতুন সাবস্ক্রাইবার যোগ করতে পেরেছে, সেখানে জিও ৪৭.৫৬ লক্ষ নতুন সাবস্ক্রাইবার যোগ করতে সফল সারা দেশে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, Reliance Jio