হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
Fortune-এ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ডেবিউ করলেন ইশা ও আকাশ

Fortune ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ডেবিউ করলেন ইশা ও আকাশ আম্বানি

Isha Ambani and Akash Ambani

Isha Ambani and Akash Ambani

'40 Under 40' তালিকার অর্থ হল, ৪০ বছরের নীচে বয়সি মানুষ, যাঁরা বিশ্বে প্রভাবশালী৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফর্চুন (Fortune) ম্যাগাজিনের বাছাইয়ে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় এ বার ডেবিউ করলেন ইশা আম্বানি ও আকাশ আম্বানি৷ বিশ্বের সপ্তম সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির দুই সন্তান ইশা ও আকাশ ফর্চুন-এর '40 Under 40' তালিকায় ডেবিউ করলেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়৷ ওই তালিকায় রয়েছেন Byju's -এর কর্ণধার বাইজু রবীন্দ্রণও৷

ফর্চুন ম্যাগাজিন জানিয়েছে, করোনা ভাইরাস অতিমারির জেরে কাজ ও সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে৷ ব্যবসা ঠিক মতো চালাতে এই এগজিকিউটিভরা দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ক্ষমতায়নের দিকে লক্ষ্য রেখেছেন৷

ম্যাগাজিনের তরফে বলা হয়েছে, 'এই পরিবর্তনের প্রতিফলনকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই, এই বছর ৪০ আন্ডার ৪০ তালিকাটি অন্য ভাবে করব৷ আরও বিশদে সমীক্ষা চালিয়ে৷' '40 Under 40' তালিকার অর্থ হল, ৪০ বছরের নীচে বয়সি মানুষ, যাঁরা বিশ্বে প্রভাবশালী৷ ফাইন্যান্স, প্রযুক্তি, স্বাস্থ্য, সরকার ও রাজনীতি এবং মিডিয়া ও বিনোদন- এই ৫ ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে৷ ভারত থেকে ইশা, আকাশ ও বাইজু রবীন্দ্রণ রয়েছেন তালিকায়৷

ফর্চুন-এ ইশা ও আকাশ আম্বানি সম্পর্কে বলা হয়েছে, রিলায়েন্স একটি পারিবারিক ব্যবসা৷ আকাশ কোম্পানিতে যোগ দেন ২০১৪ সালে৷ ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডিগ্রি নিয়ে৷ ইশা তার এক বছর পরে যোগ দেন৷ ইয়ালে, স্ট্যান্ডফোর্ড ও ম্যাককিন্সির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী৷ সম্প্রতি আকাশ ও ইশা জিও মার্ট লঞ্চ করতে সাহায্য করেন৷

বাইজু রবীন্দ্রণ সম্পর্কে ফর্চুন লিখেছে, একটি অত্যন্ত সফল অনলাইন এডুকেশন কোম্পানি তৈরি করেছেন বাইজু৷ লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী বাইজু-তে পড়াশোনা করে৷

Published by:Arindam Gupta
First published: