হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এবার থেকে ডিজেল মিলবে হোম ডেলিভারিতে, IOC-র নতুন উদ্যোগ

এবার থেকে ডিজেল মিলবে হোম ডেলিভারিতে, IOC-র নতুন উদ্যোগ

IOC-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ডিজেলের জন্য এবার থেকে আর পেট্রোল পাম্পে যাওয়ার দরকার নেই ৷ এবার বাড়িতেই ডিজেলের ডেলিভারি পেয়ে যাবেন ৷ ডোরস্টেপ ডিজেল ডেলিভারি পরিষেবা নিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ গ্রাহকদের এই সুবিধা দেওয়ার জন্য আইওসি Humsafar India ও Okara Fuelogics এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ সংস্থার তরফে গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে ৷

IOC-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে আপাতত এই পরিষেবা মুম্বই ও আশপাশের এলাকায় শুরু করা হয়েছে ৷ শীঘ্রই এই পরিষেবা অন্যান্য শহরে শুরু করা হবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে Okara Fuelogics এর সঙ্গে আগেই চুক্তি হয়েছিল ৷ সম্প্রতি Humsafar India-কেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৷

দুটি সংস্থার লক্ষ্য পুণে, নাগপুর, থানে, নাসিক, ঔরাঙ্গাবাদ, নবি মুম্বই, সোলাপুর-সহ রাজ্যের বিভিন্ন শহরে বাড়ি বাড়ি গিয়ে ডিজেল ডেলিভারি পরিষেবা দেওয়া ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এর জেরে উপভোক্তাদের জীবন আরও সহজ হতে চলেছে ৷

এই স্কিমে গ্রাহকদের বাড়িতে ২০ লিটারের ক্যানে ডিজেলের ডেলিভারি দেওয়া হয়ে থাকে ৷ অর্থাৎ আপনি ২০ লিটারের বেশি ডিজেল হোম ডেলিভারি নিতে পারবেন না ৷ ছোট হাউজিং সোসাইটি, মল, হাসপাতাল, ব্যাঙ্ক কনস্ট্রাকশন সাইট, কৃষকরা এর জেরে লাভবান হতে চলেছেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Diesel, IOC