হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
কোথায় বিনিয়োগ করলে বিরাট লাভ, আর কোথায় ক্ষতি? জেনে নিন

Investment: কোথায় বিনিয়োগ করলে বিরাট লাভ, আর কোথায় ক্ষতি? জেনে নিন

বিনিয়োগ

বিনিয়োগ

Investment: যদি কেউ এখনও বিনিয়োগ শুরু না করেন, তাহলে আর দেরি নয়।

  • Share this:

নয়া দিল্লি: শুধু বিনিয়োগ নয়। বিনিয়োগের মাধ্যমে বড়সড় মূলধন তৈরি করাটাই প্রাথমিক লক্ষ্য। এর জন্য শিখতে হয় স্মার্ট বিনিয়োগ কৌশল। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, প্রত্যেক ব্যক্তির তাঁর প্রথম আয় দিয়ে বিনিয়োগ শুরু করা উচিত। পরবর্তীকালে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে।

যদি কেউ এখনও বিনিয়োগ শুরু না করেন, তাহলে আর দেরি নয়। যে ভাবেই হোক ২০২৩-এই বিনিয়োগ শুরু করতে হবে। তার আগে জেনে নিতে হবে স্মার্ট ইনভেস্টমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

অ্যাকটিভ না কি প্যাসিভ: বিনিয়োগের আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, প্যাসিভ রুটে যাওয়া ঠিক হবে না কি অ্যাকটিভ ম্যানেজমেন্ট গ্রহণই ভাল উপায়। অ্যাকটিভ বিনিয়োগে বাজারে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে, সেদিক থেকে প্যাসিভ সঠিক পদক্ষেপ হতে পারে। বিশেষ দেখভালও করতে হয় না।

 

মূল্যবান এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড হল ভ্যানগার্ড টোটাল স্টক মার্কেট ইটিএফ। এটা কম খরচের বিকল্প। স্টক মার্কেট বিনিয়োগকারীদের কঠিন এক্সপোজার দিচ্ছে। মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত নগদ যোগ, অন্যান্য বিনিয়োগকারীদের থেকে এগিয়ে রাখবে। অন্য দিকে, বিনিয়োগকারীদের যদি নির্দিষ্ট স্টক নিয়ে নিজস্ব গবেষণা করার সময় থাকে এবং যদি বিশ্বাস থাকে এটা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, তাহলে এর থেকে ভাল আর কিছু হয় না।

পরিচিত নামেই ফোকাস করা উচিত: যদি কোনও বিনিয়োগকারী আজ থেকে বিনিয়োগ শুরু করেন তাহলে পরিচিত নামের উপর ভরসা রাখাই ভাল। এটা সহজ এবং বিশ্বাসযোগ্য। অথবা বিনিয়োগকারী যে কোম্পানির গ্রাহক সেই কোম্পানির উপরেও বিশ্বাস রাখতে পারেন। এতে লেনদেন সহজ হয়ে যায়। তবে এটা কোনও বড়সড় চুক্তি মনে নাও হতে পারে। তবে প্রকৃত গ্রাহক হয়ে ওঠাটাও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত মূল্যবান।

বিশেষ করে যখন কোনও কোম্পানি তার সম্ভাবনাগুলোকে আকার দেওয়ার চেষ্টা করে। তবে বি২বি ব্যবসার ক্ষেত্রে এই কৌশল কাজে না লাগানোই ভাল।

আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট

আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস

বিনিয়োগকারী যে কোম্পানিগুলো থেকে শিখতে আগ্রহী সেগুলো খুঁজে বের করাও একটা ভাল ধারণা। বিনিয়োগকারী যদি মনে করেন এই ব্যবসাগুলো লাভ দিতে পারে, তাহলে সেগুলোর উপর ফোকাস করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিনোদন, ডিজিটাল বিজ্ঞাপন, ডিজিটাল পেমেন্ট এবং ই-কমার্স স্ট্রিমিংয়ে বড় সুযোগ রয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Investment