#নয়াদিল্লি: বর্তমান পরিস্থিতিতে এখন থেকেই রিটায়েরমেন্টের জন্য প্ল্যানিং করে রাখতে হবে ৷ বেশিরভাগ সরকারি চাকরিতেও এবার থেকে পেনশনের সুবিধা আর থাকবে না ৷ ফলে অবসরের পর যাতে আর্থিক অনিশ্চিয়তায় ভুগতে না হয় তার জন্য এখন থেকেই পরিকল্পনা করে রাখতে হবে ৷ এর জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলে সঠিক সময়ে সঠিক স্কিমে ইনভেস্ট করা ৷
সঠিক জায়গায় ইনভেস্ট করলে ৬০ বছর বয়সে সহজেই ২৩ কোটি টাকার ফান্ড বানিয়ে ফেলতে পারবেন ৷ অনেকেই মিউচ্যুয়াল ফান্ডের এসআইপি-তে ইনভেস্ট করে থাকেন কিন্তু সঠিক পদ্ধতি না দানায় খুব একটা লাভ করতে পারেন না ৷
ট্যাক্স এক্সপার্টদের মতে SIP তে ২৫ বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করলে এবং ৬০ বছর পর্যন্ত করলে মোট ৩৫ বছর হয় ৷ এখানে বিনিয়োগকারী কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধা পেয়ে থাকেন ৷ ৩৫ বছর টানা ইনভেস্ট করলে অবসরের সময় বেশ বড় অঙ্কের ফান্ড বানিয়ে ফেলতে পারবেন ৷
আরও জানা গিয়েছে, ৩৫ বছর পর্যন্ত ইনভেস্ট করলে ১২ থেকে ১৬ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ৷ ট্যাক্স বিশেষজ্ঞদের মতে যদি কেউ ২৫ বছর বয়সে ১৪৫০০ টাকা প্রতি মাসে এসআইপি করিয়ে থাকেন এবং ৬০ বছর পর্যন্ত তাতে ইনভেস্ট করেন তাহলে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন হিসেবে ২২.৯৩ কোটি টাকা পেয়ে যাবেন ৷ তবে খেয়াল রাখতে হবে মিউচ্যুয়াল ফান্ড মার্কেট রিস্কের উপর নির্ভর করে ৷ তাই ফান্ড সিলেকশন রিসার্চ করে করতে হবে যাতে ভাল রিটার্ন পাওয়া যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mutual Funds, SIP