#নয়াদিল্লি: স্মল সেভিংস স্কিমের (Small Savings Scheme) মাধ্যমে আপনিও লক্ষ টাকারও ফান্ড তৈরি করতে পারবেন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কিমে সরকারের গ্যারেন্টি থাকে ৷ পিপিএফ স্কিমে ১৫০ টাকার হিসেবে টাকা জমালে মাত্র ২০ বছরে আপনি ২০ লক্ষ টাকার বেশি ফান্ড তৈরি করতে পারবেন ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিদিন সকলেই কিছু না কিছু টাকা অকারণে খরচ করে থাকে ৷ খরচের উপরে নজরে রাখলে ১০০-১৫০ টাকা প্রতিদিন বাঁচানো খুব একটা মুশকিল কিছু না ৷ এই টাকা সরকারের স্মল সেভিংস যোজনায় ইনভেস্ট করলে হতে পারেন লাভবান ৷
আপনার বয়স ২৫ বছর হলে ছোট অঙ্কের টাকা সেভিংস করে বড় রিটার্ন পেতে পারেন ৷ আপনার মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হলে শুরুর দিকে প্রতিদিন ১০০-১৫০ টাকা সেভিংস করতে পারবেন ৷ এই ভাবে সেভিংস করলে ৪৫ বছর বয়স পর্যন্ত ২০ লক্ষ টাকার জমিয়ে ফেলতে পারবেন ৷
>>প্রতিদিন ১৫০ টাকা সেভিংস করলে পিপিএফে মাসে ৪৫০০ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ অর্থাৎ বছরে ৫৪ হাজার টাকা ৷
>>২০ বছরে মোট ইনভেস্টমেন্ট ১০.৮০ লক্ষ টাকা হবে ৷ ৭.১ শতাংশ বার্ষিক কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে ২০ বছরে ২০ লক্ষ টাকা বেশি হয়ে যাবে ৷
>>এই অ্যাকাউন্ট কেবল ১০০ টাকা দিয়ে খোলা যাবে ৷ আপনি চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
>>অ্যাকাউন্ট খোলার সময় নমিনেশনের সুবিধা রয়েছে ৷ ১৫ বছরের ম্যাচিউরিটি পিরিয়ড পুরো হওয়ার পর আপনি ৫-৫ বছরের জন্য বাড়াতে পারবেন ৷
>>পিপিএফ অ্যাকাউন্ট ট্যাক্স ফ্রি হয় ৷ তিনবছর পর থেকে এই অ্যাকাউন্ট থেকে লোন নেওয়া যেতে পারবে ৷ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ এই অ্যাকাউন্ট ১৫ বছরের জন্য খোলা যেতে পারে ৷ আপনি ৫ বছরের জন্য তা বাড়াতে পারবেন ৷
>>এখন পিপিএফে বছরে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাবে যা বছরে কম্পাউন্ড হয়ে থাকে ৷ পিপিএফ অ্যাকাউন্ট ন্যূমতম ১০০ টাকা দিয়ে খুলতে হয় ৷ এক আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ এক বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PPF, Small Savings Scheme