#নয়াদিল্লি: ইনভেস্ট করে মোটা টাকা লাভ করতে চান ? আবার অন্যদিকে রিস্কও নিতে চাইছেন না ? তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল অপশন হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৷ এই স্কিমে মোটা টাকা রিটার্নের পাশাপাশি আপনার টাকা সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকবে ৷ লম্বা সময়ের জন্য করা ইনভেস্টমেন্টে পিপিএফ দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে ৷ মাত্র ১০০০ টাকা প্রতি মাসে জমা করে পেয়ে যেতে পারেন ১২ লক্ষ টাকার বেশি ৷
কত মিলবে সুদ ?
কেন্দ্র সরকার প্রত্যেক ত্রৈমাসিকে পিপিএফ অ্যাকাউন্টে পাওয়া সুদের হারে বদল করে থাকে ৷ সুদের হার সাধারনত ৭ থেকে ৮ শতাংশের মধ্যে থাকে, যা আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে সামান্য বাড়ানো বা কমানো হয়ে থাকে ৷ বর্তমান সময়ে পিপিএফে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ পিপিএফে বর্তমানে একাধিক ব্যাঙ্কের এফডি থেকে বেশি সুদ পাওয়া যাচ্ছে ৷
কত টাকা ইনভেস্ট করতে হবে ?
পিপিএফ অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা এবং অধিকতম ১.৫ লক্ষ টাকা প্রতি বছর ইনভেস্ট করা যেতে পারে ৷ এই স্কিমের ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছরের হয় ৷ ১৫ বছর আপনি টাকা তুলে নিতে পারবেন বা আরও ৫ বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন ৷
বুঝে নিন পুরো ক্যালকুলেশন
আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ১০০০ টাকা করে জমা করেন তাহলে ১৫ বছরে আপনার মোট ইনভেস্টমেন্ট হবে ১.৮০ লক্ষ টাকা ৷ এর উপর ১.৪৫ লক্ষ টাকা সুদ মিলবে ৷ অর্থাৎ ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন ৩.২৫ লক্ষ টাকা ৷ এবার আপনি যদি আরও ৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্টে ১০০০ টাকা করেন ইনভেস্ট করেন তাহলে মোট ইনভেস্টমেন্ট ২.৪০ লক্ষ টাকা হয়ে যাবে ৷ এই টাকার উপরে ২.৯২ লক্ষ টাকা সুদ পেয়ে যাবেন ৷ এই ভাবে ম্যাচিউরিটির পর পেয়ে যাবেন ৫.৩২ লক্ষ টাকা ৷
ম্যাচিউরিটি অর্থাৎ ১৫ বছর ইনভেস্ট করার পর তিন বার ৫-৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট জারি রাখেন এবং মাসে ১০০০ টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনার মোট ইনভেস্টমেন্ট ৩.৬০ লক্ষ টাকা হয়ে যাবে ৷ এ উপর ৮.৭৬ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ এই ভাবে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন মোট ১২.৩৬ লক্ষ টাকা ৷
পেয়ে যাবেন লোনের সুবিধা
পিপিএফ অ্যাকাউন্টে লোন নেওয়ারও সুবিধা রয়েছে ৷ তবে এই সুবিধা অ্যাকাউন্ট খোলার তৃতীয় বা ৬ বছর পর মিলবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PPF Account