#মুম্বই: জিও অপারচুনিটি। একের পর এক লগ্নিকারীদের টেনে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে রিলায়েন্স জিও। তিন মাসেরও কম সময় জিও-তে এল ১২তম লগ্নি। এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ঘোষণা আমেরিকার বহুজাতিক সংস্থা ইন্টেলের ৷ জিও প্ল্যাটফর্মের ০.৩৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে তারা ৷ মোট ১,৮৯৪.৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল ইন্টেল ৷
বাজার বলছে, জিও ধামাকা। বাজার বিশেষজ্ঞরা একে বলছেন, ‘জিও অপারচুনিটি’। ৩ মাসেরও কম সময়ে মোট ১২টি বিদেশি লগ্নি টেনে একের পর এক রেকর্ড গড়েই চলেছে রিলায়েন্স জিও। কিছুদিন আগেই জিও প্ল্যাটফর্মে সামিল হয়েছে মার্কিন মুলুকের অন্যতম বড় ইক্যুয়িটি ফার্ম টিপিজি ক্যাপিটাল ও এল ক্যাটারটন ৷ তারপর সৌদি আরবের সংস্থা PIF-ও লগ্নি করেছিল জিওতে ৷ এবার জিও-তে লগ্নির ঘোষণা Intel-এর ৷
জিও-তে সাম্প্রতিক সময়ে যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে, তার মধ্যে রয়েছে ফেসবুক (৪৩,৫৭৩.৬২ কোটি টাকা), সিলভার লেক পার্টনার্স (৫৬৫৫.৭৫ কোটি টাকা), ভিস্তা ইক্যুইটি পার্টনার্স (১১,৩৬৭ কোটি টাকা), জেনারেল অ্যাটলান্টিক (৬৫৯৮.৩৮ কোটি টাকা), কেকেআর (১১,৩৬৭ কোটি টাকা), মুবাডালা (৯০৯৩ কোটি টাকা), সিলভার লেক (৪,৫৪৭ কোটি টাকা)-র, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-এর (৫৬৮৩.৫০ কোটি টাকা), টিপিজি ক্যাপিটাল (৪৫৪৬.৮০ কোটি টাকা), এল ক্যাটারটন (১৮৯৪.৫০ কোটি টাকা) , পিআইএফ (১১,৩৬৭ কোটি টাকা) এবং ইন্টেল (১,৮৯৪.৫০ কোটি টাকা) ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, Jio-Intel Deal