#মুম্বই: এগারো সপ্তাহে দ্বাদশ বিনিয়োগ জিও'তে। এবার জিও'তে ১,৮৯৪.৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা ইন্টেলের ৷ জিও প্ল্যাটফর্মের ০.৩৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে তারা ৷ যার ইক্যুয়িটি ভ্যালু ৪.৯১ লক্ষ কোটি টাকা এবং এন্টারপ্রাইজ মূল্য ৫.১৬ লক্ষ কোটি টাকা ৷ গত এগারো সপ্তাহে জিও-তে এখনও পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ ১১৭,৫৮৮.৪৫ কোটি টাকা। যা এককথায় নতুন রেকর্ড ৷ এভাবে একটানা কোনও ভারতীয় সংস্থায় পরপর বিদেশি বিনিয়োগের নজির আগে নেই ৷
জিও-তে সাম্প্রতিক সময়ে যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে, তার মধ্যে রয়েছে ফেসবুক (৪৩,৫৭৩.৬২ কোটি টাকা), সিলভার লেক পার্টনার্স (৫৬৫৫.৭৫ কোটি টাকা), ভিস্তা ইক্যুইটি পার্টনার্স (১১,৩৬৭ কোটি টাকা), জেনারেল অ্যাটলান্টিক (৬৫৯৮.৩৮ কোটি টাকা), কেকেআর (১১,৩৬৭ কোটি টাকা), মুবাডালা (৯০৯৩ কোটি টাকা), সিলভার লেক (৪,৫৪৭ কোটি টাকা)-র, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-এর (৫৬৮৩.৫০ কোটি টাকা), টিপিজি ক্যাপিটাল (৪৫৪৬.৮০ কোটি টাকা), এল ক্যাটারটন (১৮৯৪.৫০ কোটি টাকা) , পিআইএফ (১১,৩৬৭ কোটি টাকা) এবং ইন্টেল (১,৮৯৪.৫০ কোটি টাকা) ৷
#JioIntelDeal | Mukesh Ambani says excited to work together with Intel to advance India’s capabilities in cutting-edge technologies that will empower all sectors of our economy and improve the quality of life of 1.3 billion Indians pic.twitter.com/sw5KgM15GF
— CNBC-TV18 (@CNBCTV18Live) July 3, 2020
জিও-তে ইন্টেলের বিনিয়োগের ঘোষণার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, ‘‘ প্রযুক্তির দুনিয়ায় অন্যতম সেরা সংস্থার সঙ্গে এই চুক্তিতে আমরা অত্যন্ত খুশি ৷ ভারতকে ডিজিটাল বিশ্বে উন্নততর জায়গায় পৌঁছতে এটি আরও সাহায্য করবে ৷ বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থার সঙ্গে কাজ করার দুর্দান্ত রেকর্ড রয়েছে ইন্টেলের ৷ আমরা ইন্টেলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ৷ ১.৩ বিলিয়ন ভারতবাসীর উন্নততর জীবন এবং দেশের সব সেক্টরের আর্থিক উন্নতিতে এই চুক্তি আরও শক্তিশালী করবে ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Intel Capital, Jio-Intel Deal, Mukesh Ambani